পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের আশপাশেই ওই মহিলার বাড়ি। সচিদানন্দকে নিয়ে একাধিকবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। নিজের প্রেমিকার অপমান অত্যাচার সহ্য করতে না পারি তার স্বামীকে খুন করার প্ল্যান কষে সে। তবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন সচ্চিদানন্দকে তার প্রেমিকা ও যথেষ্ট সহযোগিতা করেছে।
advertisement
নিজে আইটিআই ছাত্র তাই ওই বিস্ফোরক নিজেই বানিয়েছিলেন। পুলিশের অনুমান, একটি পেনের মত ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে বিস্ফোরক বানিয়েছিলেন তিনি। কিন্তু ভুল বাটন চাপ দিয়ে নিজেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এর আগেও একাধিকবার উত্তর প্রদেশ থেকে মধ্যমগ্রামে এসেছে এই সচ্চিদানন্দ। চলতি বছরের গত এপ্রিল মাসে এসে বেশ কয়েকদিন থেকে গিয়েছেন তিনি। এক্ষেত্রে পুলিশের অনুমান যখনই ওই মহিলার স্বামী বাইরে কোনও কাজের জন্য যায় তখনই ওই সচিদানন্দ মধ্যমগ্রামে এসে থাকতেন। অভিযোগ গত তিনদিন ধরে সচিদানন্দ মধ্যমগ্রাম এলাকাতেই রয়েছেন। তার প্ল্যান ছিল গত পরশু রাতে ওই মহিলার স্বামীকে খুন করে দেওয়ার।
অভিযুক্ত মহিলার নাম লালিমা। পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রাম দাসপাড়ায় বাড়ি ওই মহিলার স্বামীর নাম শফিকুল গাজী। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে শফিকুলের আগে একাধিকবার বাড়িতে উত্তর প্রদেশের একটি ছেলেকে নিয়ে গণ্ডগোল হয়েছে স্বামী-স্ত্রীর মধ্যে সে কথা জানিয়েছেন প্রতিবেশীরা।