TRENDING:

Madan Mitra: 'কখন, কোথায় টপকে যাবেন,বুঝতে পারবেন না!' নন্দকুমার মডেল নিয়ে হুঁশিয়ারি মদনের

Last Updated:

সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে জোট বেঁধেছিল সিপিএম এবং বিজেপি৷ যার ফলে খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেলঘড়িয়া: নন্দকুমার মডেল নিয়ে এবার প্রকাশ্যেই হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ বেলঘড়িয়ায় তৃণমূলের একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্রের হুঁশিয়ারি, 'রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় সাবধান৷ খানাখন্দ, বাঙ্কার রয়েছে৷ কখন কোথায় টপকে যাবেন বুঝতে পারবেন না৷'
তৃণমূল বিধায়ক মদন মিত্র৷
তৃণমূল বিধায়ক মদন মিত্র৷
advertisement

সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে জোট বেঁধেছিল সিপিএম এবং বিজেপি৷ যার ফলে খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস৷ পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে সিপিএম- বিজেপি-র জোট সাফল্য রাজ্য রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে৷

আরও পড়ুন: কৃষ্ণনগরে আজ জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সভা ঘিরে নজর রাজনৈতিক মহলের

advertisement

এই প্রসঙ্গেই বক্তব্য রাখতে গিয়ে মদন বলেন, 'যদি সিপিএম বিজেপি মনে করে এটাকেও আমরা নন্দকুমার বানাবো৷ এখানেও ভিতরে ভিতরে কারা কোন শেডে ঘোটবাঁজি করছেন, আমি সব খবর পাচ্ছি৷ আমি থ্রেট দিচ্ছি না, কিন্তু আসা যাওয়ার পথে সাবধানে আসবেন৷ খানাখন্দ বাঙ্কার আছে কখন কোথায় টপকে যাবেন নিজেরাই বুঝতে পারবেন না৷'

আরও পড়ুন: কাজ হল না মোদির ফোনেও, হিমাচলের ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা

advertisement

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সর্বত্র বিরোধীদের তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধার আহ্বান জানিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ সেই প্রস্তাব অবশ্য খারিজ করে দিয়েছে সিপিএম এবং কংগ্রেস৷

মদন মিত্রের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে অবশ্য সৌমিত্র খাঁ ফের বলেছেন, 'উনি হোঁচট খেতে খেতে জেল থেকে ফিরে এসেছেন৷ সব গ্রামে মানুষের সঙ্গে মানুষের জোট হবে৷ তৃণমূলকে হারাতে জনগণ বদ্ধপরিকর৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'নন্দকুমার মডেল নন্দকুমার মডেল বলছেন, অথচ নন্দকুমারে আসলে কী হয়েছে সেটাই জানে না৷ ওখানে সমবায় সমিতি নির্বাচন হয়েছে৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷' বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, 'মদন মিত্র কখন হুঁশে থাকেন কখন বেহুঁশ থাকেন ঠিক থাকে না৷ ওনার কথার গুরুত্ব নেই৷'

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madan Mitra: 'কখন, কোথায় টপকে যাবেন,বুঝতে পারবেন না!' নন্দকুমার মডেল নিয়ে হুঁশিয়ারি মদনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল