TRENDING:

Macher Bazar: এই বাজারে মাছ জাস্ট নেই! চারদিন ধরে মাথায় হাত বাঙালিদের, কেসটা কী

Last Updated:

No Fish In Fish Market: বাঙালির মাছ ভাতে টান! চার দিন ধরে মাছ পাওয়া যাচ্ছে না বাঁকুড়ার এই জায়গায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর : মাছে ভাতে বাঙালি, বাঙালির পাতে মাছ না হলে মন ভরে না। বাঁকুড়ার বাঙালিরাও কোনও অংশে কম নয়। সকাল হলেই বাঙালিরা থলি হাতে মাছ বাজার যাবেই এবং দুপুরে মাছ ভাত খেয়ে জমিয়ে ঘুম না দিলে মন মানে না। তবে এ কী হল, হঠাৎ এমন কেন ঘটল ? গত চার দিন ধরে মাছ পাওয়া যাচ্ছে না বাঁকুড়ার এই জায়গায়। বাঁকুড়ার ওন্দায় মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রি বন্ধ করলেন। অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি করতে নারাজ তারা। তাই মাছ বিক্রি বন্ধ করে আন্দোলনে নামলেন মাছ বিক্রেতারা।
advertisement

চার দিন ধরে মাছ বিক্রি বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন বাঁকুড়ার ওন্দা বাজারের ২১ জন মাছ বিক্রেতা। তাদের দাবি, ওন্দা বাজার স্থানান্তরিত হয়েছে নতুন জায়গায় যেখানে খুব সংকীর্ণ জায়গা দেওয়া হয়েছে তাদেরকে। ফলে মাছ বেচা কেনা করতে বড় সমস্যায় পড়ছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। একটা সংকীর্ণ জায়গা তার সঙ্গে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। সেখানে টিনের শেড দেওয়া হয়েছে তাও আবার ভাঙা ও  ফুটোযুক্ত৷

advertisement

আরও পড়ুন – Jagdeep Dhankad Resignation Controversy: জগদীপ ধনখড়ের ইস্তফা ঘিরে নাটক চরমে! ঘোলা জলে মাছ ধরতে নেমে কংগ্রেসের ‘কান্নাকাটি’, কেন সরিয়ে দেওয়া হল, ৬ মাসের আগের ঘটনা ভুলে গেল নাকি

advertisement

View More

বাঁকুড়ার ওন্দায় বন্ধ মাছের বাজার

এই পরিবেশের মধ্যে মাছ কেনাবেচা অসম্ভব হয়ে উঠেছে বলে ক্রেতা ও বিক্রেতাদের দাবি। মাছ ব্যবসায়ীদের সমস্যার কথা বার বার স্থানীয় ব্যবসায়ী সমিতি, প্রশাসনকে জানান হলেও মাছ ব্যবসায়ীদের কথায় কেউ কান দেয়নি এমনই অভিযোগ তাদের। তাই এবার সমস্যার সমাধানের জন্য মাছ বিক্রি করাই বন্ধ করে দিলেন ওন্দার ২১ জন মাছ ব্যবসায়ী। তাদের দাবি সুস্বাস্থ্যকর পরিবেশ চায় এবং পর্যাপ্ত জায়গা।

advertisement

ওন্দা সবজি বাজার সমিতিও মাছ বিক্রেতাদের সমস্যার কথা স্বীকার করেছেন কিন্তু তারাও কিছু করতে পারছেন না বলে জানিয়েছেন। বাজার সমিতির পক্ষ থেকে প্রশাসনকে জানান হলেও কোনও পদক্ষেপ নেয়নি বলে জানান বাজার সমিতির সভাপতি। বাজার নতুন স্থানে স্থানান্তরিত করার পর থেকেই বিভিন্নভাবে সমস্যা দেখা দিচ্ছে এই বাজারে। বিশেষ করে মাছের বাজারের সমস্যা। ওন্দার মাছ ব্যবসায়ীদের সমস্যার সমাধান কবে হবে সেদিকেই এখন তাকিয়ে ক্রেতারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যোগ ব্যায়ামেই ক্যানসার জয়ী..! দূর-দূরান্তের রোগীদের আজ 'আলো' দেখাচ্ছেন তিমিরবরণ! কী ভাবে?
আরও দেখুন

অনিকেত বাউরি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Macher Bazar: এই বাজারে মাছ জাস্ট নেই! চারদিন ধরে মাথায় হাত বাঙালিদের, কেসটা কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল