চার দিন ধরে মাছ বিক্রি বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন বাঁকুড়ার ওন্দা বাজারের ২১ জন মাছ বিক্রেতা। তাদের দাবি, ওন্দা বাজার স্থানান্তরিত হয়েছে নতুন জায়গায় যেখানে খুব সংকীর্ণ জায়গা দেওয়া হয়েছে তাদেরকে। ফলে মাছ বেচা কেনা করতে বড় সমস্যায় পড়ছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। একটা সংকীর্ণ জায়গা তার সঙ্গে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। সেখানে টিনের শেড দেওয়া হয়েছে তাও আবার ভাঙা ও ফুটোযুক্ত৷
advertisement
বাঁকুড়ার ওন্দায় বন্ধ মাছের বাজার
এই পরিবেশের মধ্যে মাছ কেনাবেচা অসম্ভব হয়ে উঠেছে বলে ক্রেতা ও বিক্রেতাদের দাবি। মাছ ব্যবসায়ীদের সমস্যার কথা বার বার স্থানীয় ব্যবসায়ী সমিতি, প্রশাসনকে জানান হলেও মাছ ব্যবসায়ীদের কথায় কেউ কান দেয়নি এমনই অভিযোগ তাদের। তাই এবার সমস্যার সমাধানের জন্য মাছ বিক্রি করাই বন্ধ করে দিলেন ওন্দার ২১ জন মাছ ব্যবসায়ী। তাদের দাবি সুস্বাস্থ্যকর পরিবেশ চায় এবং পর্যাপ্ত জায়গা।
ওন্দা সবজি বাজার সমিতিও মাছ বিক্রেতাদের সমস্যার কথা স্বীকার করেছেন কিন্তু তারাও কিছু করতে পারছেন না বলে জানিয়েছেন। বাজার সমিতির পক্ষ থেকে প্রশাসনকে জানান হলেও কোনও পদক্ষেপ নেয়নি বলে জানান বাজার সমিতির সভাপতি। বাজার নতুন স্থানে স্থানান্তরিত করার পর থেকেই বিভিন্নভাবে সমস্যা দেখা দিচ্ছে এই বাজারে। বিশেষ করে মাছের বাজারের সমস্যা। ওন্দার মাছ ব্যবসায়ীদের সমস্যার সমাধান কবে হবে সেদিকেই এখন তাকিয়ে ক্রেতারা।
অনিকেত বাউরি





