রাজ্যের শহর ও মফস্বলের দরিদ্র, শ্রমজীবী ও অসহায় মানুষের জন্য প্রতিদিন সুলভ মূল্যে দ্বিপ্রাহরিক অন্নসংস্থানের লক্ষ্যে মা ক্যান্টিন প্রকল্প চালু হয়েছে। এখানে মাত্র ৫ টাকায় ভাত, ডাল, সবজি ও ডিম সহ পেট ভরা খাবার পাওয়া যাবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে এবং সকাল ১০টা থেকে ১১টের মধ্যে কুপন বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। অনুপনগর হাসপাতালের রোগী ও তাঁদের পরিজনদের কথা মাথায় রেখে এই মা ক্যান্টিনের সূচনা হয়েছে, যা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।
advertisement
আপাতত রোজ ২০০ জন রোগী ও তাঁদের আত্মীয় মা ক্যান্টিনের খাবার পাবেন। তবে ভবিষ্যতে চাহিদা ও প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা ধীরে ধীরে আরও বাড়ানো হবে। স্বল্প খরচে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহই এই ক্যান্টিনের মূল লক্ষ্য।
হাসপাতালে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রোগীর পরিজনদের। বাইরে থেকে খাবার কিনতে গিয়ে অতিরিক্ত খরচ ও ভোগান্তির মুখে পড়তে হয় তাঁদের। মা ক্যান্টিন চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী প্রশাসন। পরিষেবা শুরু হওয়ায় খুশি রোগী ও তাঁদের আত্মীয়রা। অনেকেই জানিয়েছেন, এই উদ্যোগ হাসপাতাল পরিষেবাকে আরও মানবিক করে তুলবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান মোঃ ইনজামুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রীর মানবিক ভাবনা এই প্রকল্পের মূল শক্তি। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য। মা ক্যান্টিনের উদ্বোধনের পাশাপাশি এদিন ধুলিয়ান পৌরসভার উদ্যোগে সাইকেল, মোটরসাইকেল গ্যারেজেরও শুভ উদ্বোধন হয়।





