আরও পড়ুন- কুকুরের সঙ্গে খাবার ভাগ করে খাচ্ছেন ভবঘুরে মহিলা, ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ প্রশাসনের
সেই মতো টিনের চালা দেওয়া একটি অস্থায়ী ছোট দোকান তৈরি করা হয়েছিল হাবড়া স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের সংযোগস্থলে । যদিও এখনও অবধি সেটি টুকটুকির হাতে পুরসভার তরফে তুলে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন- নিয়ম অমান্য করলেই জরিমানা ২ হাজার! দিঘায় যাওয়ার আগে জানুন প্রশাসনের নতুন নিয়ম
বুধবার সকালে হঠাৎই আরপিএফ কর্মীরা এসে টুকটুকি দাসের নতুন দোকান ভাঙচুর করে। স্টেশনের উপরে শতাধিক দোকান থাকলেও ক্যামেরার সামনে মুখ না খুলতে চাওয়া আরপিএফের এক কর্মী জানান স্টেশনে নতুন করে কোনও দোকানে বসতে দেওয়া যাবে না। যে সমস্ত দোকান আগে থেকেই রয়েছে, আপাতত সেগুলি অবশ্য থাকবে।
আরও পড়ুন- বাড়িতে মেয়ে ছোট, সাইকেলে দইবড়া ফেরি করে দিন গুজরান বিএসসি পাশ তরুণীর
এদিকে এই দোকান ভাঙাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে । তৃণমূল ও আইএনটিটিইউসি-র তরফে এদিন স্টেশন চত্বরে মিছিলের পাশাপাশি আরপিএফ অফিসের সামনে বিক্ষোভও দেখানো হয় । ঘটনার তীব্র নিন্দা করেছেন হাবড়া পুরসভার মুখ্য প্রশাসক নারায়ণ সাহা । এদিন রাতে তিনি ভাঙচুর হওয়া সেই দোকান ঘুরে দেখেন ।
(প্রতিবেদন-জিয়াউল আলম)