শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতকোত্তর। অর্থাৎ এমএ পাশ করে ফেলেছেন তিনি। সেই সঙ্গে চলছিল কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা। কিন্তু এর পরেও নিজের কিছু করার ইচ্ছে তাড়িয়ে বেড়াচ্ছিল এই মেয়েকে। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নিজের কিছু করার(M.A Pass Girl Selling Phuchka)।। তাই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়লেও, বরাবরই ঝোঁক ছিল ব্যবসার দিকে। আর এই ইচ্ছে থেকেই একেবারে অন্য পথে হাঁটলেন তিনি।
advertisement
এই লিঙ্কে ক্লিক করে দেখুন শিল্পী সাহার ফুচকার দোকানের ভিডিও: এমএ পাস করে ফুচকার ব্যবসা করছেন কৃষ্ণনগরের শিম্পি সাহা
গত ডিসেম্বর মাস থেকে তিনি শুরু করেছেন ফুচকার ব্যবসা(M.A Pass Girl Selling Phuchka)।। শক্তিনগর থেকে দোগাছির রাস্তা ধরে এগোলে, কাঠালতলা শনি মন্দিরের ঠিক উল্টোদিকে তিনি তাঁর ছোট্ট দোকান সাজিয়ে শুরু করেছেন তাঁর স্বপ্নের দিকে পথ চলা। তিনি জানান, ব্যবসা শুরু করার আগে তিনি ভেবেছিলেন হয়ত অনেক রকম নেতিবাচক কথা শুনতে হবে তাঁকে! কিন্তু তার এই অভিনব উদ্যোগে সায় দিয়েছেন সবাই! বিশেষ করে মেয়েরা। তিনি আরও জানান, এরকম ভাবেই চলতে থাকলে ভবিষ্যতে ইচ্ছে আছে একটি ক্যাফে খোলার। শিম্পির অভিনব উদ্যোগে খুশি পরিবার থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা।
আরও পড়ুন: মানুষের সন্তানকে স্তন্যপান করাচ্ছে বিশালাকার হাতি ! ভাইরাল ভিডিওতে অবাক বিশ্ব
এখন ফুচকার নাম শুনলেই সকলে ছুটে যাচ্ছে এম এ পাশ(M.A Pass Girl Selling Phuchka)। শিল্পী সা্হার কাছে। পাড়ার মানুষ তো আসছেই। সেই সঙ্গে খবর পেয়ে অন্য পাড়া থেকেও তাঁর ফুচকার দোকানে ভিড় জমাচ্ছেন সকলে। ইঞ্জিনিয়ারিং ছেড়ে চায়ের দোকান খোলার কথা তো ইতি মধ্যেই সকলের সামনে এসেছে। এবার ফুচকা বিক্রি করে নজর কাড়লেন এই মেয়ে।