এদিন দেখা যায়, ফাঁকা বিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, ছাত্রছাত্রীদের ঠিকমতো মিড ডে মিলের খাবার পরিবেশন করা হচ্ছে না। যে ধরণের খাবার দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। সেই কারণে তাঁরা পড়ুয়াদের পাঠাচ্ছেন না।
আরও পড়ুনঃ তিরন্দাজির প্রশিক্ষণ, সঙ্গে সরকারি চাকরির সুযোগ! ‘চ্যাম্পিয়ন’ গড়ে তুলতে জেলায় বড় উদ্যোগ
advertisement
এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গর্জে ওঠেন অভিভাবকরা, তাঁর বদলির দাবিও তোলা হয়। প্রধান শিক্ষিকা অবশ্য অভিভাবকদের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকায় সপ্তাহে ডিম ও মাংস দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। পাল্টা অভিভাবকদের বিরুদ্ধে তাঁর অভিযোগ, বিদ্যালয়ের জায়গা নিয়ে বিবাদের জেরে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। এবার এই অভিযোগ তুলেই পূর্ব মেদিনীপুরের খেজুরির বাঁশগড়া প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষকার বিরুদ্ধেও সরব হন তাঁরা। পাল্টা অভিভাবকদের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেছেন প্রধান শিক্ষিকা।