জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষ খেয়ে মৃত্যুর চেষ্টা করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর থানা এলাকার সম্পর্কে ভাগ্নির সঙ্গে তার মামার প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাস তিনেক আগে বাড়ি থেকে পালিয়ে এসে সেই মামাকেই বিয়ে করে তরুণী।
আরও পড়ুন: ‘অবাক হয়ে যাচ্ছি, এই কারণেই কি জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডল?’ আরজি কর কাণ্ডে বিস্ফোরক বিচারক! নির্যাতিতার পরিবারের আবেদনও নাকচ
advertisement
কিন্তু মেয়েটির পরিবার এই বিয়ে মানতে নারাজ। এই ঘটনায় মেয়ের পরিবার আইনের আশ্রয় নেয়। তাকে যুবকের কাছ থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যও যায়। কিন্তু মেয়েটি হরিহরপাড়া থানা এলাকায় তার মামার সঙ্গেই সংসার করতে শুরু করে। বুধবার সকালে তারা জানতে পারে তাদেরকে আইনের আশ্রয় নিয়ে যাওয়া হবে। এরপরই বুধবার বেলা গড়াতেই প্রেমিক-প্রেমিকা দু’জনেই একসঙ্গে কীটনাশক খেয়ে মৃত্যুর চেষ্টা করে। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে হরিহরপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে দু’জনই স্থিতিশীল বলে জানা গিয়েছে।
ভাগ্নি জানিয়েছেন, ”আমি মামাকে ভালবাসি। মামার সঙ্গেই সংসার করব। আমাদেরকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছিলাম দু’জনেই।”
—- কৌশিক অধিকারী