পুলিশ সূত্রে খবর, ব্যবসায়িক শত্রুতার জেরেই পেট্রোল ছিঁটিয়ে ওই যুবকের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করেছে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ৷
আরও পড়ুন: সত্যিই ইস্তফা দিতে চান? ধুরন্ধর ইউনূসের পরিকল্পনা আরও অনেক বড়, দাবি নোবেলজয়ীর সমালোচকদের
জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম সুরজিৎ সাউ৷ মেদিনীপুর শহরের কোতোয়ালি এলাকায় রাস্তার ধারে বসে লটারির টিকিট বিক্রি করেন সুরজিৎ৷ আক্রান্তের পরিবারের অভিযোগ, ফুটপাথে দোকান নিয়ে বসাকে কেন্দ্র করে গত দু দিন আগে ইন্দকুড়ি এলাকার এক ফাস্টফুড ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোল হয় লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউয়ের। এর পর পুলিশি মধ্যস্থতায় ওই ফাস্টফুড ব্যবসায়ীর দোকান সরিয়ে দেওয়া হয় লটারি ব্যবসায়ীর দোকানের কাছ থেকে।
advertisement
অনুমান করা হচ্ছে, সেই ঘটনার পর রাগের বশে আজ দুপুর নাগাদ লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউয়ের উপর পেট্রোল ছিঁটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায় দু জন। প্রাণে বাঁচতে রাস্তা ধরে ছুটতে শুরু করে সুরজিৎ৷ এই দৃশ্য দেখে শিউরে ওঠেন পথচলতি মানুষও৷ যদিও ওই অবস্থাতেই বুদ্ধি করে নিজের শরীরের পোশাক খুলে ফেলেন আক্রান্ত যুবক৷ রাস্তার পাশে দাঁড়ানো কয়েকজন যুবকও সুরজিতের সাহায্যে এগিয়ে আসেন৷ অগ্নিদগ্ধ অবস্থায় লটারি ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দু জনকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। আক্রান্তের পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ না জানানো হলেও স্বতঃপ্রণোদিত হয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।