মুর্শিদাবাদের বহরমপুরের বাসাবাড়ির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি জাকির শেখ। অভাবের সংসার লেগেই থাকত। অভাবের সংসারের স্ত্রী মেয়ে নিয়ে চলত সংসার। মাঝে মধ্যেই লটারি টিকিট কাটার ছিল নেশা। আর নেশার কারণেই ১৫০ টাকার টিকিট কেটেই বাড়ি ফিরে এসেছিলেন। আর টিকিটের পরে নম্বর মিলাতেই দেখা গেল বাজিমাত, পেয়েছেন প্রথম পুরস্কার এক কোটি টাকা। খবর পাওয়ার পরে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না জাকির। অবশেষে নিজেই রেজাল্ট মিলিয়ে দেখতে গিয়ে দেখেন মিলেছে প্রথম পুরস্কার। আর তারপরেই আর চোখে জল ধরে রাখতে পারেননি। ছুটে যান বহরমপুর থানায়। রাতারাতি কোটিপতি হতেই খুশি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুন: পুরি-দিঘা-মাহেশের রথযাত্রার পাশাপাশি এবার বড় আকর্ষণ রুপোর রথ, রথের দিন দিনভর দেখা যাবে এই জেলায়
জাকিরের বাবা কুবের শেখ জানিয়েছেন, “আমি চাইব আমার ছেলে যেন টাকা সৎ ব্যবহার করেন। ছেলের ঘর বাড়ি কিছুই নেই। এই টাকায় জমি ক্রয় করে বাড়ি তৈরি করে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জাকির শেখ জানিয়েছেন, “আমি লটারি কেটেছি। আমার স্বপ্ন ছিল একদিন প্রথম পুরস্কার পাব। এখন প্রথম পুরস্কার পেয়েছি। এক কোটি টাকার পুরস্কার মিলেছে। আগামী দিনে ঘর বাড়ি তৈরি করে, জমি কিনে, দুই মেয়ের বিয়ে দেব।”
কৌশিক অধিকারী