জানা গিয়েছে ওই দশ চাকার লরিটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এরপরই লরিটি ঢুকে পড়ে বারাসাত হাসপাতালে গেটের দিকে। গেটের মুখে থাকা একটি দোকান ধুলিস্যাৎ হয়ে গিয়েছে এই ঘটনায়। দোকানে থাকা ব্যক্তি আশপাশের মানুষের চিৎকার শুনে প্রাণ বাঁচাতে পাঁচিলের এক পাশে চলে যান। এরপরই বারাসত হাসপাতালে গেটে সজোরে ধাক্কা মারে লরিটি। ঘটনায় গেটের নিচের অংশে ফাটল ধরেছে বলেও জানা গিয়েছে।
advertisement
যদিও সেই সময় হাসপাতালের গেটের সামনে দিয়ে খুব বেশি মানুষ যাতায়াত না করার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা থাকত। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় বারাসত হাসপাতাল চত্ত্বরে। দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ। পুলিশেরও অনুমান ব্রেক ফেল করেই এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ মাঠের মতই প্রেমিক আলভারেজও 'শিল্পী', চিনে নিন আর্জেন্টাইন তারকার সেক্সি বান্ধবীকে
লরিটিকে আটক করেছে বারাসত থানার পুলিশ। ইতিমধ্যেই হাসপাতাল সংলগ্ন যশোর রোডের ধারে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, ফলে যান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। জেলার গুরুত্বপূর্ণ এই হাসপাতালে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন সে ক্ষেত্রে যান নিয়ন্ত্রণের জন্য বাড়তি সতর্কতা নেওয়ার আবেদন জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
Rudra Narayan Roy