স্থানীয় সূত্রে খবর, এ দিন সোনামুখীর বেলতলা এলাকার পানাগড় রোড ধরে স্থানীয় একটি সরস্বতী পুজোর নিরঞ্জনের শোভাযাত্রা যাচ্ছিল৷ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেই শোভাযাত্রার মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি লরি৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই লরির ধাক্কায় আহত হন অনেকে৷
আরও পড়ুন: রাত পোহালেই ফের প্রবল দুর্যোগ! বৃষ্টিতে ভাসবে রাজ্যের কোন কোন জেলা? রইল Latest Updates...
advertisement
শোভাযাত্রার সঙ্গে যাঁরা যাচ্ছিলেন, লরির সামনে থেকে সরার সুযোগটুকু পাননি তাঁরা৷ লরির ধাক্কায় মৃত্যু হয় হিরন্ময় দে নামে ৭০ বছর বয়সি এক বৃদ্ধের৷ শোভাযাত্রায় থাকা বেশ কয়েকটি ভ্যানকেও ধাক্কা মারে লরিটি৷
আরও পড়ুন: কলকাতায় হঠাৎ কমছে বাসের সংখ্যা! আরও ভোগান্তি অপেক্ষায়? 'কারণ' শুনলে চমকে উঠবেন
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ৷ আহতদের চিকিৎসার জন্য সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গুরুতর আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ পুলিশ সূত্রে খবর, সবমিলিয়ে ১৫ জন আহত হয়েছেন৷
ঘটনার পরই অবশ্য লরির চালক ও খালাসি পালিয়ে যায়৷ তবে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ৷ চালকের গাফিলতি নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি লরির চালক এবং খালাসির খোঁজেও তল্লাশি শুরু হয়েছে৷ ঘটনার ফলে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷
Mritunjoy Das