TRENDING:

অন্য জীবিকার খোঁজ  সুন্দরবনে!  কুলতলীতে হচ্ছে এই পশুর পালন

Last Updated:

সুন্দরবনে এবার চাষ হবে শূকর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন, সুমন সাহা: সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশগত অঞ্চল। এই বন কেবলমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির ও অন্যান্য বন্যপ্রাণীর আবাসস্থল নয়, বরং-এ অঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলে। স্থানীয় জনগণ মাছ ধরা, মধু সংগ্রহ, কাঠ, গোলপাতা সংগ্রহ, কৃষিকাজ ও ছোটখাটো ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। সুন্দরবনের আশেপাশের গ্রামগুলির মানুষের জীবন প্রকৃতিনির্ভর। এ অঞ্চলের বেশিরভাগ মানুষ দরিদ্র এবং জীবিকা নির্বাহের জন্য বনজ ও সামুদ্রিক সম্পদের ওপর নির্ভরশীল সুন্দরবনের নদ-নদী ও খাল-বিলে প্রচুর পরিমাণে মাছ ও কাঁকড়া পাওয়া যায়। স্থানীয় জেলেরা সাধারণত ছোট নৌকা নিয়ে বনে প্রবেশ করে এবং নেট জাল বা হাত জালের মাধ্যমে মাছ ও কাঁকড়া সংগ্রহ করে। এটি তাদের প্রধান আয়ের উৎস। আর এর উৎস থেকে বিভিন্ন সময় নানা ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায় সুন্দরবনের এই সমস্ত এলাকার মানুষজন । আর তাই সেই কথা মাথায় রেখে গ্রামীণ কৃষকদের আর্থসামাজিক উন্নতি সাধনে কুলতলী পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় কুলতলী ব্লকের একাধিক কৃষকদের হাতে তুলে দেয়া হল উন্নত প্রজাতির শূকর বাচ্চা সাথে খাদ্য ও ঔষধ। যাতে তারা শুকর চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় । আর তাই এই সমস্ত প্রান্তিক এলাকাগুলিতে আর্থিক অবস্থা দূর করতে পশুপালকদের দেয়া হচ্ছে। মূলত শূকর কে বড় করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন প্রাণী সম্পদ বিকাশ দফতর। এবং শুকর গুলি ছোট থেকে বড় হওয়ার জন্য সমস্ত ধরনের ওষুধ পত্র বা কোন সময় যদি কোন রোগে আক্রান্ত হয় তার জন্য সঠিক চিকিৎসার পরিষেবা ব্যবস্থা সরকারের উদ্যোগেই নেয়া হবে।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অন্য জীবিকার খোঁজ  সুন্দরবনে!  কুলতলীতে হচ্ছে এই পশুর পালন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অন্য জীবিকার খোঁজ  সুন্দরবনে!  কুলতলীতে হচ্ছে এই পশুর পালন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল