তৃণমূল অবশ্য অন্য দাবি জানিয়ে আসছে গতকাল থেকেই। আজই সময় ধরে ধরে এই ঘটনার বিবরণ দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। ট্যুইটারে একটি ভিডিও তুলে দিয়ে ডেরেক লিখেছেন সকাল সাড়ে ১১টা নাগাদ পেগাসাস কাণ্ডে আলোচনা করতে নিমরাজি হয় সরকার। এরপর ৩০ জন বিরোধী সাংসদ ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে। সকালে ১১টা ১৩ মিনিট নাগাদ প্ল্যাকার্ড হাতে থাকার কারণে বরখাস্ত করা হয় ৬ সাংসদকে। এরপর দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ সেদিনের মতো মুলতুবি হওয়ার পরেই তিন তৃণমূল সাংসদকে সংসদ কক্ষে ঢুকতে একজন পুরুষ মার্শাল তাদের বাধা দেন। গোটা ঘটনা তুলে ধরে ডেরেকের প্রশ্ন, এটা কি গণতন্ত্র চলছে!
advertisement
তৃণমূলের যুক্তি, রাজ্যসভায় সাংসদ দোলা সেনের ব্যাগ রয়ে গিয়েছিল। তিনি সেটি আনতে যেতে চাইলেও তাঁকে আনতে দেওয়া হচ্ছিল না। অথচ অধিবেশন শেষ হয়ে গিয়েছিল সেদিনের মতো অর্থাৎ সাসপেনশান উঠেও গিয়েছিল। পরে ডেরেক ও'ব্রায়েন নিয়ম দেখিয়ে সুর চড়াতেই সুর নরম করে সরকার পক্ষ।
ঘটনাপরম্পরা বলছে একদিনে পেগাসাস নিয়ে যেমন বিরোধী সরকার দ্বন্দ্ব চরমে, তখন নিরাপত্তার প্রশ্নটি নতুন মাত্রা নিতে পারে। তৃণমূল ছেড়ে কথা বলবে না। দেখার সরকার কী অবস্থান নেয়। একটি সূত্রের খবর, চতুর্দিক থেকে কোনঠাসা সরকার চাইছে যত দ্রুত সম্ভব লোকসভা অধিবেশন শেষ করতে। এখন দেখার এই নতুন তরজার জল কত দূর গড়ায়।