TRENDING:

Loksabha Election 2024: বৃষ্টি মাথায় করে অপেক্ষায় অগণিত, কালনার ধাত্রীগ্রামে দেবের সভায় জনজোয়ার

Last Updated:

Loksabha Election 2024: তাঁর জনসভায় দেখা গেল জনজোয়ার। এদিন বুধবার হেলিকপ্টারে চেপে কালনার ধাত্রীগ্রামে উপস্থিত হন দেব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: কালনার ধাত্রীগ্রামে অভিনেতা তথা রাজনীতিক দেবের জনসভায় উপচে পড়ল ভিড়। বুধবার পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামে জনসভা ছিল অভিনেতা দেবের। অন্যতম অভিনেতা হিসেবে একটা আলাদাই জনপ্রিয়তা রয়েছে দেবের। তাঁর জনসভায় দেখা গেল জনজোয়ার। এদিন বুধবার হেলিকপ্টারে চেপে কালনার ধাত্রীগ্রামে উপস্থিত হন দেব।
advertisement

তিনি যখন অসেন তার বেশ কিছুক্ষণ আগে থেকে হালকা বৃষ্টি হতেও শুরু করে নির্দিষ্ট এলাকায়। ছাতা মাথায় নিয়েই মঞ্চে ওঠেন অভিনেতা দেব। তবে বৃষ্টি হলেও কর্মী সমর্থকদের মধ্যে এক আলাদা উত্তেজনা দেখা যায়। ছাতা মাথায় নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে দেবের অপেক্ষায় অপেক্ষারত ছিলেন হাজার হাজার কর্মী সমর্থকেরা।

advertisement

আরও পড়ুন : ভিড়ে ঠাসা রাস্তায় প্রচার, বীরভূমে রাস্তায় তৃণমূলের প্রচারে ঝড় দেবের

তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বেশ কিছু কথা বলেন দেব। দেব বলেন, “ঘাটালের প্রত্যেকটা মানুষ আমার মানুষ। যে বিজেপি করে, সিপিআইএম করে ,কংগ্রেস করে বা তৃণমূল করে সবাই আমারই মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ। সবারই বেঁচে থাকার অধিকার আছে। এবং রাজনীতি হারি বা জিতি আমার কাছে কোনও ফ্যাক্টর করে না। আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষকে বাঁচিয়ে রাখা।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেবের বক্তব্য শুনে উচ্ছ্বসিত উপস্থিত জনতা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Loksabha Election 2024: বৃষ্টি মাথায় করে অপেক্ষায় অগণিত, কালনার ধাত্রীগ্রামে দেবের সভায় জনজোয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল