তিনি যখন অসেন তার বেশ কিছুক্ষণ আগে থেকে হালকা বৃষ্টি হতেও শুরু করে নির্দিষ্ট এলাকায়। ছাতা মাথায় নিয়েই মঞ্চে ওঠেন অভিনেতা দেব। তবে বৃষ্টি হলেও কর্মী সমর্থকদের মধ্যে এক আলাদা উত্তেজনা দেখা যায়। ছাতা মাথায় নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে দেবের অপেক্ষায় অপেক্ষারত ছিলেন হাজার হাজার কর্মী সমর্থকেরা।
advertisement
আরও পড়ুন : ভিড়ে ঠাসা রাস্তায় প্রচার, বীরভূমে রাস্তায় তৃণমূলের প্রচারে ঝড় দেবের
তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বেশ কিছু কথা বলেন দেব। দেব বলেন, “ঘাটালের প্রত্যেকটা মানুষ আমার মানুষ। যে বিজেপি করে, সিপিআইএম করে ,কংগ্রেস করে বা তৃণমূল করে সবাই আমারই মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ। সবারই বেঁচে থাকার অধিকার আছে। এবং রাজনীতি হারি বা জিতি আমার কাছে কোনও ফ্যাক্টর করে না। আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষকে বাঁচিয়ে রাখা।”
দেবের বক্তব্য শুনে উচ্ছ্বসিত উপস্থিত জনতা।