গণনার আগে খোশ মেজাজে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বারুইপুর কাছারি বাজার সংলগ্ন একটি পার্কে ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বিরাট অংশ এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, ভাঙড়, যাদবপুর ও টালিগঞ্জ। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ২ হাজার ২৩৪ জন। যাদবপুর কেন্দ্রের ২১.৪ শতাংশ মুসলিম ভোটার।
advertisement
এ পর্যন্ত গণনার শেষে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ৩২৯০৩ ভোটে এগিয়ে।
সায়নী ঘোষ- ৯১৭৫২
অনির্বাণ গঙ্গোপাধ্যায়- ৫৮৮৪৯
সৃজন ভট্টাচার্য- ২৭৫৫২
এর আগে বিভিন্ন চ্যানেলের এক্সিট পোলকে কটাক্ষ করেন তারকা প্রার্থী সায়নী ঘোষ ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ভাঙড় ছাড়া বাকি ছয় কেন্দ্রেই তৃণমূলের বিধায়ক। ২১-এর বিধানসভায় ভাঙড় থেকে জেতেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। এবার ভোটেও উত্তপ্ত হয়েছে ভাঙড়। সেই কেন্দ্র থেকেও কিন্তু বেশ আশাবাদী সায়নী।