পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী , মেধাশ্রী সহ বিভিন্ন প্রকল্প একটি স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে মেলা প্রাঙ্গণে। রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন দফতর থেকে শুরু করে পুলিশ ও বিভিন্ন প্রশাসনিক দফতরের স্টল। যেগুলি থেকে সাধারণ মানুষজন সরকারের বিভিন্ন পরিষেবা প্রসঙ্গে অবগত হবে এবং সেই পরিষেবার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত তাও সহজে জানতে পারবে তারা। এছাড়াও রয়েছে স্ব-সহায়ক দলের মহিলাদের হাতের তৈরি গয়না, ঘর সাজানোর জিনিস এর পাশাপাশি রয়েছে শাড়ি ও মহিলাদের সাজগোজের নানা সামগ্রী।
advertisement
আরও পড়ুন: হালকা শীত গায়ে মেখে সঙ্গীকে নিয়ে সময় কাটিয়ে আসুন এই জঙ্গল-কটেজে, রইল সেরা ডেস্টিনেশন
রবিবার রাত্রে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন ঝাড়গ্রামের সাংসদ কালিপদ সরেন, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত সহ উপস্থিত জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা। উপস্থিত ছিলেন, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডঃ খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া দফতরের কর্মাধ্যক্ষ সুমন সাহু, মৎস্য কর্মাধ্যক্ষ কুনামি হাঁসদা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: জঙ্গলমহলদের মহিলাদের স্বনির্ভর করতে শুরু হল সেলাই প্রশিক্ষণ শিবির
জঙ্গলমহলের মূলবাসি,আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন নৃত্য, জঙ্গলমহলে নিজস্ব সৃষ্টি ছৌ-নৃত্য এবং বিলুপ্তপ্রায় চিল্কিগড়ের ঐতিহ্যবাহী পরবা নৃত্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই এই মেলা।
বুদ্ধদেব বেরা