TRENDING:

Lok Sabha Election 2024: ভোট প্রচারে 'অনুব্রত' দাওয়াইয়ে মিলল স্বস্তি!

Last Updated:

Lok Sabha Election 2024: বসিরহাটে দেখা গেল পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালক ও যাত্রীদের মধ্যে ঠান্ডা জল, বাতাসা, ওআরএস ও টুপি দিয়ে অভিনব ভোট প্রচার সারলেন তৃণমূল কর্মীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ভোট প্রচারে ‘অনুব্রত’ দাওয়াইয়ে অস্বস্তির বদলে মিলছে স্বস্তি! এমনই ছবি ধরা পড়ল বসিরহাটে। গ্রীষ্মের দাবদহ থেকে স্বস্তি দিতে ভোট প্রচারের জল-বাতাসা বিলি করা হচ্ছে বসিরহাটে। স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা এই উদ্যোগ নিয়েছে, আর তাতেই ফিরেছে স্বস্তি।
advertisement

উল্লেখ্য বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এক সময়ে নির্বাচনে ‘গুড়-বাতাসা’ দাওয়াই দিয়েছিলেন। তা নিয়ে প্রবল বিতর্ক হয়েছে মঙ্গল রাজনীতিতে। সেই অনুব্রতর এখন তিহার জেলে বন্দি। কিন্তু ভোট এলেই অনুব্রত মণ্ডলের নানান প্রসঙ্গ চর্চায় চলে আসে। সেখানে বসিরহাটের তৃণমূল নেতৃত্ব অবশ্য কোনরকম বিতর্কের মধ্যে যাননি। এই তীব্র গরমে ভোট প্রচারে বেরোনো ও পথচারীদের স্বস্তি দিতে জল-বাতাসা খাওয়ান। কিন্তু তাতেই মজা করে কেউ কেউ অনুব্রত প্রসঙ্গ টেনে আনছেন।

advertisement

আর‌ও পড়ুন: ‘দেবকে হারাবই’, মনোনয়ন জামার পর শুভেন্দুকে পাশে নিয়ে হিরণ

এদিন বসিরহাটে দেখা গেল পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালক ও যাত্রীদের মধ্যে ঠান্ডা জল, বাতাসা, ওআরএস ও টুপি দিয়ে অভিনব ভোট প্রচার সারলেন তৃণমূল কর্মীরা। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল মণ্ডল ও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় জল-বাতাসা, ওআরএস, টুপি নিয়ে হাজির হন। আগামী ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। সময় যত এগিয়ে আসছে নির্বাচনে নির্ঘণ্টে গ্রীষ্মের দাবদাহের সঙ্গে ভোট প্রচারের পারদও বাড়ছে। তবে সেই পারদের ঊর্ধ্বমুখী লড়াইয়ে শেষ হাসিকে হাসেন তা সময়ই বলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোট প্রচারে 'অনুব্রত' দাওয়াইয়ে মিলল স্বস্তি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল