উল্লেখ্য বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এক সময়ে নির্বাচনে ‘গুড়-বাতাসা’ দাওয়াই দিয়েছিলেন। তা নিয়ে প্রবল বিতর্ক হয়েছে মঙ্গল রাজনীতিতে। সেই অনুব্রতর এখন তিহার জেলে বন্দি। কিন্তু ভোট এলেই অনুব্রত মণ্ডলের নানান প্রসঙ্গ চর্চায় চলে আসে। সেখানে বসিরহাটের তৃণমূল নেতৃত্ব অবশ্য কোনরকম বিতর্কের মধ্যে যাননি। এই তীব্র গরমে ভোট প্রচারে বেরোনো ও পথচারীদের স্বস্তি দিতে জল-বাতাসা খাওয়ান। কিন্তু তাতেই মজা করে কেউ কেউ অনুব্রত প্রসঙ্গ টেনে আনছেন।
advertisement
আরও পড়ুন: ‘দেবকে হারাবই’, মনোনয়ন জামার পর শুভেন্দুকে পাশে নিয়ে হিরণ
এদিন বসিরহাটে দেখা গেল পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালক ও যাত্রীদের মধ্যে ঠান্ডা জল, বাতাসা, ওআরএস ও টুপি দিয়ে অভিনব ভোট প্রচার সারলেন তৃণমূল কর্মীরা। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল মণ্ডল ও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় জল-বাতাসা, ওআরএস, টুপি নিয়ে হাজির হন। আগামী ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। সময় যত এগিয়ে আসছে নির্বাচনে নির্ঘণ্টে গ্রীষ্মের দাবদাহের সঙ্গে ভোট প্রচারের পারদও বাড়ছে। তবে সেই পারদের ঊর্ধ্বমুখী লড়াইয়ে শেষ হাসিকে হাসেন তা সময়ই বলবে।
জুলফিকার মোল্যা