এদিন প্রচারে দেখা গিয়েছেন নানা রকমচমক। শত্রুঘ্ন সিনহার প্রচারে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের কাটআউট হাতে নিয়ে হাজির থাকতে দেখা গিয়েছে। আবার তৃণমূল প্রার্থীর প্রচারে বিভিন্ন রকম সাজে দেখা গিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের।তাছাড়াও এদিন তৃণমূল প্রার্থীর প্রচারে ছিল গানবাজনার চমক। তারকা অভিনেতার প্রচারে দেখা গিয়েছে ব্যান্ড পার্টি। সবমিলিয়ে আসানসোলে শত্রুঘ্ন সিনহার প্রচার ঘিরে কার্যত উৎসবের মেজাজে দেখা যায় তৃণমূল নেতাকর্মীদের।
advertisement
আরও পড়ুন: ভারতের এই রেস্তোরাঁয় অতিথিদের খেতে দিচ্ছে রোবট ‘পালকি’!
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারের দিন যত শেষ হয়ে আসছে, ততই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রার্থীদের হয়ে প্রচার করছেন দলের শীর্ষ নেতা-নেত্রীরা। পাশাপাশি সমস্ত প্রার্থীরা প্রচারে নিজেদের সেরা দিতে চাইছেন। সেই কারণেই প্রচারে নানা রকম চমক দেখা দিচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রচারের একদম শেষ পর্যায়ে এসে চমক আরও বাড়বে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। কিন্তু সেই হারানো মাটি ফিরে পেতে চাইছে বিজেপি। বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ছুটছেন। সোমবার সকালে তিনি বারাবনি বিধানসভা এলাকায় প্রচারে গিয়ে চমক দিয়েছেন। মালা পড়িয়েছেন তৃণমূল নেতার মূর্তিতে। আর সেদিনই এলাকায় প্রচারে অন্যরকম চমক দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
নয়ন ঘোষ