খালি গায়ে বিজেপির দলীয় প্রতিক অঙ্কন করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ভোটের প্রচার বেরিয়ে সাড়া ফেলে দিলেন মোদিভক্ত মহম্মদ জমিরুল হক।
তীব্র দাবদহে পুড়ছে গোটা রাজ্য। অন্যদিকে ভোটের উত্তাপ বঙ্গে। তবে সেই সবকিছুকে উপেক্ষা করে ভিন্ন রূপে দেখা দিলেন মোদি ভক্ত মহম্মদ জামিরুল হক। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ঔরঙ্গাবাদ কলেজ মোড়ের কাছে বাড়ি জামিরুল হকের। আগে তৃণমূল করতেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকর্ষণে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তবে শুধু সুকান্ত মজুমদারের সঙ্গেই নয়, দিনের বেলায় দিনভর রাস্তাঘাটে অভিনব ভাবে পথ চলতি সাধারণ মানুষের কাছে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করে চলেছেন জামিরুল।
advertisement
আরও পড়ুন: ঔরঙ্গজেবের মন মজেছিলেন বাংলার শীতলপাটিতে, গরমের দুপুরে আপনাকেও স্বস্তি দেবে
তিনি জানান, মোদির উন্নয়নের ডাকে সাড়া দিতেই বিজেপিতে যোগ দিয়েছেন। দলের প্রার্থীকে জেতাতে প্রাণপণ এক করে প্রচার করছেন। আর তার জন্যই এমন অভিনব উপায় অবলম্বন করেছেন।
কৌশিক অধিকারী