আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গজুড়ে আগামী আরও কিছু দিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। বেলা গড়ালেই বাইরে পা দেওয়া যাচ্ছে না। তারই মধ্যে কঠিন রোদেও ভোটপ্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের প্রার্থীরা। কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ। আর ঠিক সেই সময় অভিনব উপায়ে প্রচার সারছেন হাওড়ার উলুবেড়িয়া লোকসভার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক।
advertisement
আরও পড়ুন: হাতির মাথায় কী বুদ্ধি! গাছ ফেলে ফেন্সিং উপড়ে ঢুকছে গ্রামে
প্রচারে বেরিয়ে মানুষকে কিছুটা স্বস্তি দিতে তিনি বিক্রি করছেন আইসক্রিম। শুনে অবাক হলেও এটাই বাস্তব ছবি। এমনকি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক মানুষকে নানা কাজে সাহায্য করেই তাঁর জনসংযোগের কাজ সারছেন। গরমে মেহনতি মানুষের সঙ্গে কাঁধে কাঁধ নানান কাজ করছেন। চাষের জমিতে নেমে গিয়ে কৃষককে তাঁর কাজে সাহায্য করতেও দেখা গিয়েছে এই প্রার্থীকে। আবার কখনও রিক্সা চালককে সহযোগিতা করছেন। হুডখোলা জিপে চড়ে প্রচারের বদলে পায়ে হেঁটে মানুষকে কাজে সাহায্য করে প্রচার করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন বলে জানিয়েছেন এই কংগ্রেস প্রার্থী। লোকসভা ভোটে জিতে এসি ঘরে বসে না থেকে খেটে খাওয়া মানুষের পাশে থেকে তাঁদের জন্য কাজ করতে চান, এইভাবে প্রচার করে সেই বার্তাই দিতে চাইছেন আজহার মল্লিক। তাঁর এই অভিনব প্রচারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।
রাকেশ মাইতি