আরও পড়ুন: ধোনির খেলা হলেই দেখা যায় তাকে, চেন্নাইয়ের গ্যালারিতে উষ্ণতা ছড়ান, কে এই তরুণী?
তমলুকে ভোট হওয়ার কথা ২৫ মে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ মে। শনি মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী, সেই সময় বিজেপির মিছিল থেকে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। তার পরেই হাসপাতাল মোড়ের কাছে ধরনায় বসেছিলেন চাকরিহারাদের একাংশ। এ দিন বিজেপির মিছিল হাসপাতাল মঞ্চের দিকে যাওয়ার পরেই উত্তেজনা শুরু হয়। বিজেপির মিছিল থেকে ইট ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলপন্থী চাকরিহারা শিক্ষকদের ধর্না মঞ্চের দিকে। ইটের ঘায়ে আহত হন বেশ কয়েক জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা।
advertisement
আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকার বাড়িতে পার্সেল পাঠাল প্রেমিক! খুলতেই রক্তারক্তি, জোড়া মৃত্যু
পূর্ব মেদিনীপুরের ঘটনার কথা জানার পরেই তমলুকের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রয়োজনে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এর রিপোর্ট তলব কমিশন এর। নিউজ১৮ বাংলার রিপোর্টার সোমরাজ বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনা নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে নির্বিঘ্নে মনোনয়ন পর্ব শেষ করার নির্দেশ কমিশনের।