বারাকপুরের মোট ১৫৬৭ বুথই স্পর্শকাতর ৷ ৭৩ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে ৷ সব বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে ৷ এছাড়াও ২০টি কুইক রেসপন্স টিম থাকবে বারাকপুরে ৷ ৩০০ বুথে চলবে ওয়েব কাস্টিং ৷ এই মারফত কমিশন সরাসরি নজর রাখবে সবকটি বুথে ৷ ২৫২টি বুথে থাকবেন মাইক্রো অবজার্ভাররা ৷ ভোট প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হবে ৷ সিসি ক্যামেরায় চলবে নজরদারি ৷ মোট ৪৯৫ রকমের কমিশনের পর্যবেক্ষণের আওতায় থাকবে পঞ্চম দফার ভোট ৷
advertisement
এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ২৮ হাজার ৮৯৭ ৷ ইভিএম, ভিভিপ্যাট নিয়ে ইতিমধ্যেই ভোটকর্মীরা রওনা হয়েছেন ভোটকেন্দ্রের উদ্দেশে ৷
বারাকপুর লোকসভায় হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ভোট লড়ছেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী ৷ অন্যদিকে, তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল ছেড়ে আসা অর্জুন সিং ৷ মুকুল-অর্জুন জুটিতে এই আসন তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি ৷ ভোট কাটাকাটির অঙ্কে আশাবাদী এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ও ৷ এই কেন্দ্রের সব বুথকেই স্পর্শকাতর বলে চিহ্ণিত করেছে কমিশন ৷