চতুর্থ দফার লোকসভা নির্বাচন গতকাল শেষ হতেই এবার নানুরের পাপুড়ি গ্রামে জয়ঢাক বাজিয়ে তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হল। প্রায় কয়েক হাজার তৃনমূল কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন এইদিন।
আরও পড়ুন: ফিরবে তাপপ্রবাহ? ঝড়বৃষ্টি কতদিন চলবে? বঙ্গের আবহাওয়ার বড় আপডেট জানুন
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ-সহ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি ও অনান্য তৃণমূলের নেতৃত্ব বৃন্দ। এদিন কাজল শেখ নিজের হাতে প্রায় ৭০ হাজার মিষ্টি বিতরণ করেন পাপুড়ি গ্রামে তৃনমূলের দলীয় কার্যালয় থেকে।
advertisement
সোমবার বোলপুর ও বীরভূম এই দুটি লোকসভায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। বোলপুর লোকসভার তৃনমূলের প্রার্থী অসিত মাল তিনি প্রায় তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
তাই এইদিন বিজয় মিছিলের আয়োজন করা হয় নানুরের পাপুড়ি গ্রামে কাজল শেখের নেতৃত্বে।এই বিষয়ে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, “আমরা ৩৬৫ দিন পড়াশোনা করি। তাই আমাদের ফল ভাল হবে এটাই আশা করি। আপনারা রেজাল্ট ঘোষণার দিন মিলিয়ে নেবেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী অসিত মাল প্রায় ৩ লক্ষ ভোটের ব্যবধানে জিতে গেছেন এটা আমরা ধরেই নিয়েছি। ’’
তাই এইদিন বিজয় মিছিলের আয়োজন করা হয়। সবুজ আবীর খেলে ঢাক ঢোল বাজিয়ে প্রায় ৭০ হাজার মিষ্টি বিতরণ করা হয় সাধারণ পথ চলতি মানুষ এবং এলাকাবাসীদের মধ্যে।যদিও এই বিজয় মিছিলকে কটাক্ষ করতে ছাড়েননি অন্যান্য দলের নেতৃত্ববৃন্দরা।
সৌভিক রায়