জঙ্গলমহলের মানুষের প্রধান রুটি রুজির মাধ্যম জঙ্গলের পাতা, কাঠ। শাল পাতার থালা তৈরি করে কিংবা জঙ্গলের কাঠ বিক্রি করে সংসার চালাতে হয় তাঁদের। দু’বেলা দুমুঠো অন্ন জোগাড় করতে গিয়ে হয় না ছেলেমেয়েদের উচ্চ শিক্ষা। এছাড়াও দারিদ্রও একটি বড় ফ্যাক্টর জঙ্গলমহলের মানুষের কাছে। লোকসভা নির্বাচনের আগে একাধিক দাবি দাওয়া রয়েছে গ্রামের মানুষের।
advertisement
আরও পড়ুন: গরমে এই ফল চাষ করলে লাভের টাকায় উপচে পড়বে পকেট
পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি ব্লকের সাতশোল গ্রাম জঙ্গল লাগোয়া। লোধা জনজাতির মানুষের বাস এখানে। এখানে মূল রাস্তা ঢালাই হলেও গ্রামীণ রাস্তা বেশ খারাপ। রাস্তাঘাট মেরামতের পাশাপাশি প্রধান সমস্যা জলের, সুবন্দোবস্ত করার দাবি জানিয়েছেন গ্রামের মানুষ। শুধু তাই নয় সামাজিক জনজীবনের উন্নতির দাবি জানিয়েছেন তারা।
এছাড়াও গ্রামীণ এলাকায় কর্মসংস্থান এবং আর্থসামাজিকতার বদলে দাবি জানিয়েছেন জঙ্গলমহলের মানুষেরা। দিন কয়েক পরেই নির্বাচন। ভোট উৎসবে অংশ নেবেন তারাও। তবে আর্থ সামাজিক পরিকাঠামো এবং এলাকার উন্নয়নের দাবি সকলের। কতটা তাদের দাবি মানা হয় তা বলবে সময়।
রঞ্জন চন্দ