দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা কেন্দ্রেই ১ জুন, অর্থাৎ শেষ দফায় ভোট গ্রহণ হবে। তার আগে দেখা গেল খোল, করতাল, মাদল নিয়ে কাকদ্বীপে ভোট প্রচার করল তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। এর কারণ হিসাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে তাদের এই প্রয়াস। তাই খোল, করতাল, মাদল বাজিয়ে মানুষের কাছে সহজেই পৌঁছে যাওয়া যাচ্ছে। এর আগে প্রচারে ঢোলের ব্যবহার লক্ষ্য করা গিয়েছিল। বর্তমানে প্রচারের মধ্যে খোল করতাল, মাদল বাজানো হচ্ছে। সঙ্গে একাধিক প্ল্যাকার্ড থাকছে।
advertisement
আরও পড়ুন: মোদি আসবেন, সেজে উঠছে পুরুলিয়া
যা মিছিলগুলিকে বাড়তি মাত্রা দিচ্ছে। কাকদ্বীপের মিছিলের সামনে ছিলেন তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপী হালদার ও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। পাথরপ্রতিমাতেও এরকম একটি মিছিল দেখা গিয়েছিল। সেখানে প্রার্থী র সঙ্গে ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপী হালদার জানিয়েছেন, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে তৃণমূল কংগ্রেস সবসময় চেষ্টা করে। তারই অঙ্গ হিসাবে এই কাজ করা হয়েছে। যা প্রচারকে আরও বর্ণময় করে তুলেছে।
নবাব মল্লিক