নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভাটি রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। রানাঘাট লোকসভায় এবারেও জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তৃণমূলের প্রার্থী ছিলেন ভোটের আগে বিজেপি থেকে আসা মুকুটমনি অধিকারী। তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে এবারে লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টি কেন্দ্রের মধ্যে বিজেপি জয়ী হয়েছে মাত্র ১২ টি-তে। অথচ পাঁচ বছর আগে তারা জিতেছিল ১৮ টি আসন।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনের ঘূর্ণিঝড় বিধ্বস্তদের পাশে শান্তিপুরের মানুষ
এদিকে রানাঘাট আসনটি জিতলেও সামগ্রিকভাবে বাংলায় এবার বিজেপির ফলাফল খারাপ হওয়ায় দলের কর্মীদের মধ্যে উৎসাহ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। পাশাপাশি গোটা রাজ্যে দুর্দান্ত ফলাফল করলেও রানাঘাট জিততে না পারায় স্বাভাবিকভাবেই সেখানকার তৃণমূল কর্মীরা মুষড়ে পড়েছেন। এই অবস্থায় গোটা লোকসভা জুড়েই গেরুয়া বা সবুজ কোনও আবীর’ই সেভাবে খেলা হয়নি। আর তাতেই কপালে হাত রং বিক্রেতাদের।
মৈনাক দেবনাথ