TRENDING:

Lok Sabha Election 2024: ভোটের আগে বন্ধুত্বের অঙ্গীকার পুলিশের, নাকা তল্লাশিতে অহেতুক আতঙ্ক নয়

Last Updated:

Lok Sabha Election 2024: নাকা চেকিং সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রায় সময়‌ই ভয় কাজ করে। অনেকেই আবার অভিযোগ করেন, পুলিশের 'রাফ অ্যান্ড টাফ' মনোভাব নিয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: জোর কদমে প্রচার চলছে অষ্টাদশ লোকসভার নির্বাচনের। ময়দানে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। লাগু হয়েছে আদর্শ আচরন বিধি। গোটা দেশজুড়ে নিরাপত্তায় বিশেষ নজর। দিকে দিকে চলছে নাকা চেকিং। রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। রাজ্যের সীমান্ত এলাকা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ মোড় অথবা গ্রামীণ রাস্তা, সব জায়গাতেই শুরু হয়েছেন নাকা চেকিং। নির্বাচনের আগে এটা অবশ্যই চেনা ছবি।
নাকা তল্লাশি।
নাকা তল্লাশি।
advertisement

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

তবে নাকা চেকিং সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রায় সময়‌ই ভয় কাজ করে। অনেকেই আবার অভিযোগ করেন, পুলিশের ‘রাফ অ্যান্ড টাফ’ মনোভাব নিয়ে। কিন্তু নির্বাচনের আগে এই জায়গার নাকা চেকিংয়ে ধরা পড়ছে অন্য ছবি। যেখানে নাকা চেকিং সম্পর্কে মানুষের ভয় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ কর্মীরা। নাকা চলাকালীন ‘সাধু ব্যবহারের’ দিকেই নজর পুলিশ কর্মীদের। গাড়ি চালক বা গাড়ির কোনও যাত্রী, অথবা বাইক চালককে তল্লাশি চালানোর সময় অহেতুক বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে যাত্রীরা কেউ ভয় না পান সেদিকে নজর রেখেছেন পুলিশকর্মীরা।

advertisement

আর‌ও পড়ুন: প্রার্থী নয়, তবুও ভোটারদের বুথে আনতে চান ওঁরা! শহরজুড়ে পথ নাটকে বার্তা

সূত্র মারফত জানা গিয়েছে, কন্ট্রোল রুমের নির্দিষ্ট নির্দেশের ভিত্তিতেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে তল্লাশি। কখনও গ্রামীণ রাস্তায়, কখনও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চলছে তল্লাশি। সকাল, দুপুর অথবা রাত- দিনের বিভিন্ন সময়ে চলছে নাকা চেকিং। তীব্র গরমেও নিজেদের কর্তব্য পালন করছেন পুলিশ কর্মীরা। মূলত নির্বাচনের আগে নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে তার জন্যই বিশেষ নজরদারি চলছে। তারই মধ্যে এবার অতিরিক্ত নজর দেওয়া হয়েছে পুলিশ কর্মীদের বন্ধুবৎসল ব্যবহারের উপর। আর তাতে খুশি সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটের আগে বন্ধুত্বের অঙ্গীকার পুলিশের, নাকা তল্লাশিতে অহেতুক আতঙ্ক নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল