আরও পড়ুন: কর্ফ বলে আশার আলো দেখাচ্ছে হাওড়ার দুই সন্তান
এঁরা হলেন লুপ্তপ্রায় বিরহোড় জনজাতি। স্বাধীনতার এত বছর পর তাঁদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর নাম উঠল ভোটার তালিকা। এই কৃতিত্ব সম্পূর্ণরূপে পুরুলিয়া জেলা প্রশাসনের। বিরহোড় জনজাতিরং ভোটার লিস্টে ১০০ শতাংশ এনরোলমেন্টকে বড় সাফল্য হিসেবে দেখছে নির্বাচন কমিশন।
advertisement
পুরুলিয়া জেলাজুড়ে ৩১৩ জন বিরহোড় জনজাতির মানুষ বসবাস করেন। তাঁদের মধ্যে ১৮ বছরের বেশি বয়স ১৮১ জনের। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরা সকলেই ভোট দেবেন। নির্বাচন কমিশন ইতিপূর্বেই নির্দেশ দিয়েছিল এই জনজাতির মানুষদের ভোটার তালিকাভুক্ত করার। পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। এই বিষয়ে জেলাশাসক রজত নন্দা বলেন, এই জনজাতির মানুষদের ভোটার তালিকাভুক্ত করার জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে। বারবার তাঁদের কাছে গিয়ে বোঝাতে হয়েছে কেন ভোট দেওয়ার প্রয়োজন রয়েছে। জঙ্গলে ঘেরা তাঁদের বসতিতে রীতিমত ইভিএম মেশিন নিয়ে গিয়ে তাঁদেরকে ভোট দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এই বিষয়ে বিরহোড় জনজাতির মানুষেরা বলেন, আগে তাঁদের জীবন যাত্রা অনেক কষ্টের ছিল। কিন্তু এখন সরকার থেকে অনেক সহযোগিতা করছে। এই প্রথম তাঁরা ভোট দিতে যাবেন, এতে সকলেই খুশি। দেশের ৭৫ টি আদিম জনজাতির মধ্যে অন্যতম এই বিরহোড়’রা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা ছাড়াও ঝাড়খণ্ড , ওড়িশা, ছত্তিশগড়ে এঁদের বসবাস। সমগ্র দেশ মিলিয়ে তাঁদের জনসংখ্যা ১০ হাজারের কাছাকাছি। এবার সেই সমস্ত জনজাতির মানুষদের ভোটের তালিকায় নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। বাংলায় সেই নির্দেশ যথেষ্ট ভালভাবেই পালন করল প্রশাসন।
শর্মিষ্ঠা ব্যানার্জি