Local Sports: কর্ফ বলে আশার আলো দেখাচ্ছে হাওড়ার দুই সন্তান
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
জাতীয় স্তরের কর্ফ বল প্রতিযোগিতায় তাক লাগিয়ে দিয়েছে হাওড়ার সুরজিৎ ও সুমিত। প্রত্যন্ত গ্রাম থেকে বাংলার অনূর্ধ্ব ১৭ দলে সুযোগ পেয়েছে তারা
হাওড়া: কর্ফ বলে আশার আলো। ক্রিকেট বা ফুটবলের মত জনপ্রিয় খেলা নয়, এই নতুন খেলাতেই এবার বাজিমাতের আশা। সাঁকরাইল ব্লকের একটি প্রত্যন্ত গ্রাম ঘিরে এই আশার জায়গা তৈরি হয়েছে।
জাতীয় স্তরের কর্ফ বল প্রতিযোগিতায় তাক লাগিয়ে দিয়েছে হাওড়ার সুরজিৎ ও সুমিত। প্রত্যন্ত গ্রাম থেকে বাংলার অনূর্ধ্ব ১৭ দলে সুযোগ পেয়েছে তারা। গ্রামাঞ্চলের খেটে খাওয়া পরিবার থেকে তাদের উঠে আসা। আগ্রায় সদ্য সমাপ্ত কর্ফ বল সিনিয়র ও সাব-জুনিয়র ন্যাশনাল প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে সুরজিৎ ও সুমিত। তারা নলপুর স্পোর্টস অ্যাকাডেমি থেকে উঠে এসেছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই শিবির থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সুযোগ পাচ্ছে ছেলে-মেয়েরা। যার মধ্য দিয়ে ভবিষ্যতের আশার আলো দেখছেন গ্রামের মানুষ। এই প্রসঙ্গে অনিমেষ নস্কর জানান, প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের মধ্যে রয়েছে বহু প্রতিভা। রঘুদেববাটি, চক শ্রীকৃষ্ণ, কন্যামণি, নলপুর, বেটিয়ারি, মনোহরপুর, উলা, দাদপুর, সারেঙ্গা সহ বিভিন্ন গ্রামের ছেলে ও মেয়েরা খেলাধুলোয় প্রশিক্ষিত হচ্ছে। এরাই বাংলার আগামী দিনের ক্রীড়া জগতের ভবিষ্যৎ।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2024 5:16 PM IST