TRENDING:

Lok Sabha Election 2024: ভোটে ফ্লেক্স-ব্যানারের প্রচার অনেক হল, এবার চোখ রাখুন এই মাধ্যমে

Last Updated:

Lok Sabha Election 2024: মানুষকে সচেতন করতে এবং সুস্থভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ পট আঁকলেন পট শিল্পীরা। লিখলেন গানও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: দেশজুড়ে চলছে গণতন্ত্রের উৎসব। তাতে সামিল হয়েছেন সারা দেশের নানা শ্রেণির, নানা ভাষার মানুষ। এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যে প্রথম চার দফার দফার নির্বাচন শেষ। নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর‌ও সামনে এসেছে। তবে ভোটকে ইস্যু করে এবার নজরকাড়া ভাবনা বাংলার পট শিল্পীদের।
advertisement

মানুষকে সচেতন করতে এবং সুস্থভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ পট আঁকলেন পট শিল্পীরা। লিখলেন গানও। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ভাবনা শিল্পীদের। যা ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং কলেজে বন্দি জনমত! চারিদিক থেকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

শিল্প সমাজের এক অঙ্গ। মানুষের মধ্যে সচেতনতাবোধ বৃদ্ধি করে শিল্পীর শিল্পকর্ম। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়া গ্রামে বসবাস বহু পট শিল্পী পরিবারের। গোটা গ্রাম পরিচিত পট গ্রাম হিসেবে। বিভিন্ন সময় নানা চিত্র, পটে এঁকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন তাঁরা। কখনও ধর্মীয়, কখনও সচেতনতামূলক ছবি এঁকে মানুষের মধ্যে নানা ভাবনার বিকাশ করে থাকেন পটুয়ারা। তবে এবার ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বিশেষ পট আঁকলেন তারা। লিখলেন গানও।

advertisement

পিংলার পট শিল্পী বাহাদুর চিত্রকরের তত্ত্বাবধানে বেশ কয়েকজন শিল্পী মিলে এঁকেছেন এই পট। শুধু আঁকা নয়, মানুষের মধ্যে গান গেয়ে গেয়ে ভোটকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলার বার্তা দিচ্ছেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটে ফ্লেক্স-ব্যানারের প্রচার অনেক হল, এবার চোখ রাখুন এই মাধ্যমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল