ভোটের মুখে মোয়া ব্যবসায়ীদের প্রধান দাবি, দ্রুত মোয়া হাব তৈরির কাজ শেষ হোক। নানা কারণে বারবার পিছিয়েছে এই কাজ। বহড়ু ও জয়নগরের মোয়া ব্যবসায়ীরা বিভিন্ন দলের প্রার্থীদের কাছে এই আবেদন রাখছেন। জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল থেকে শুরু করে বিজেপি প্রার্থী অশোক কান্ডারী, আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল, এসইউসিআই প্রার্থী নিরঞ্জন নস্কর-সবাই ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন, নির্বাচিত হলে প্রথমেই এক্ষেত্রে নজর দেবেন।
advertisement
আরও পড়ুন: প্রথমবারেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে রায়দান, উৎসাহ তুঙ্গে নতুন ভোটারদের
বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের থেকে আশ্বাস পেয়ূ কিছুটা হলেও ভরসা পাচ্ছেন জয়নগরের মোয়া ব্যবসায়ীরা। তিন বছর আগে মোয়া হাব তৈরির পরিকল্পনা হয়েছিল। কিন্তু বারবার জায়গা বদল হওয়ায় কার্যত থমকে গিয়েছিল কাজ। প্রথমে জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান কংগ্রেসের সুজিত সরখেল ও সাংসদ প্রতিমা মণ্ডলের উদ্যোগে জয়নগরের মিত্রগঞ্জে জায়গা দেখা হয়েছিল। কিন্তু সেই জায়গা নিয়ে আপত্তি জানায় খোদ খাদি বোর্ড। কাজ পিছিয়ে যায়। এরপর পুরসভায় ক্ষমতার হাতবদল হয়। চেয়ারে বসে তৃণমূল। নয়া পুরপ্রধান সুকুমার হালদার মোয়া হাবের জন্য ৩ নম্বর ওয়ার্ডে জায়গা চিহ্নিত করেন। সেই জায়গায় এখন কাজ চলছে। এই কাজ শীতের মরশুম শুরুর আগেই শেষ হোক, চাইছেন ব্যবসায়ীরা।
সুমন সাহা