মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত বিভিন্ন বিধানসভার ডিআরসি সেন্টার করা হয়েছে কান্দি রাজ উচ্চবিদ্যালয়ে। সেখানেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইভিএম মেশিন ভর্তি কন্টেনার ঢুকতে গিয়ে ভেঙে ফেলে স্কুলের তোরণ। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপরই তোরণ সংস্কারের ক্ষতিপূরণের দাবিতে পথে নামেন এই স্কুলের শিক্ষকরা।
লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal
advertisement
আরও পড়ুন: রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন, তাতেও রেহাই পেলেন না ভ্যানচালক! বেপরোয়া বাইক কেড়ে নিল প্রাণ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের এই তোরণটি কিছুদিন আগেই তৈরি করা হয়েছিল। কয়েক জন প্রাক্তন ছাত্র ও সরকারির উদ্যোগে সাত লক্ষ টাকা ব্যয়ে তোরণটি তৈরি করা হয়। সেটাই এইভাবে ভেঙে পড়ায় সকলেই ব্যাপক ক্ষুব্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কান্দির মহকুমাশাসক উৎকর্ষ সিং, কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা। দীর্ঘ বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তোরণ সংস্কারের দাবি করা হয়েছছ স্কুলের তরফ থেকে।
কৌশিক অধিকারী