মুখোমুখি দেখা হয়ে যাওয়ায় তৃণমূল ও বাম প্রার্থী করমর্দন করে একে অপরকে শুভেচ্ছা জানান। এই প্রসঙ্গে সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বলেন, সৌজন্যতা রাজনীতির সবচেয়ে বড় জিনিস। রাজনীতিতে সৌজন্যতা থাকবে সবসময়। মুখোমুখি দেখা হয়ে গেল তাই শুভেচ্ছা বিনিময় করলাম আমরা।
আরও পড়ুন: মধ্যরাতে গতির নেশায় ঝরে গেল তরতাজা দুটি প্রাণ!
advertisement
এদিকে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, বরাবরই মানুষের সঙ্গে মিশে এসেছি। ওনার সঙ্গে আজ দেখা হয়ে যাওয়ায় শুভেচ্ছা বিনিময় করলাম। রাজনৈতিক নেতাদের এই সৌজন্য মন ছুঁয়ে গিয়েছে সাধারণ ভোটারদের। সকলেই চাইছেন নির্বাচনের সময় এবং পরবর্তীতে গোটা বছর এই সৌজন্যের পরিবেশ বজায় থাকুক।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2024 12:30 PM IST