আরও পড়ুন: ভিডিওটা মন দিয়ে দেখুন, বাড়ির বাতিল জিনিস দিয়ে সহজেই শিখুন ম্যাজিক
১৯৯৯ সাল থেকে টানা কংগ্রেসের দখলে আছে বহরমপুর লোকসভা। সেই থেকে টানা জিতে আসছেন অধীর রঞ্জন চৌধুরী। এবারেও তিনি এখানে প্রার্থী হবেন তা একরকম নিশ্চিত। তাঁর বিপক্ষে এলাকায় জনপ্রিয় চিকিৎসক নির্মল সাহাকে প্রার্থী করে কার্যত চমকে দিয়েছে বিজেপি। যদিও প্রার্থী হওয়ার পর বিষয়টিকে ব্যক্তির জয় পরাজয় হিসেবে দেখতে রাজি নির্মলবাবু। তাঁর বক্তব্য, এটা স্থানীয় কোনও নির্বাচন নয়। দেশের স্বার্থে মানুষ ঠিক করবেন কাকে জেতালে দেশের উন্নতি হবে। এই লড়াইটা অধীর চৌধুরী বনাম নির্মল সাহা’র নয়। লড়াইটা আরও বড়, নরেন্দ্র মোদি বনাম ইন্ডিয়া জোটের। মানুষ ঠিক করবেন কাকে জেতানো দরকার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সেখানকার দলীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। এই আসন একসময় সিপিএমের দখলে থাকলেও শেষ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী আবু তাহের খান জিতেছিলেন। মুর্শিদাবাদ বিধানসভা আসনে ২০২১ সালে তৃণমূলকে পরাজিত করে পদ্ম ফুটিয়েছিলেন গৌরী শঙ্কর ঘোষ। তাঁর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লোকসভা ভোটে বাজিমাত করতে চাইছে বিজেপি।
কৌশিক অধিকারী