TRENDING:

Lok Sabha Election 2024: 'বিজেপি কী করেছে তা ভালভাবেই জানে রাজবংশীরা', কেন এ কথা বললেন দিলীপ ঘোষ!

Last Updated:

Lok Sabha Election 2024: রাজবংশীদের জন্য অনেক কাজই করেছে বিজেপি, এমনই দাবি করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অনন্ত মহারাজ অভিযোগ করেছেন রাজবংশীদের জন্য বিজেপি তেমন কিছু করেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমানঃ রাজবংশীদের জন্য অনেক কাজই করেছে বিজেপি, এমনই দাবি করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অনন্ত মহারাজ অভিযোগ করেছেন রাজবংশীদের জন্য বিজেপি তেমন কিছু করেনি। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ‘কে করছে আমি জানিনা, বিজেপি কি করেছে রাজবংশীরাই জানে।  জয়ন্ত রায়, আমাদের নিশীথ প্রামানিক এরা ওখানকার স্থানীয় রাজবংশী নেতা। তাঁরা ওই সমাজের জন্য লেগে আছেন। উত্তরবঙ্গের রাস্তাঘাট, রেল, রেলওয়ের যা কিছু হয়েছে বিজেপি করেছে। এর আগে কেউ করেনি। আর অনন্ত মহারাজ নিজে বিজেপির সঙ্গে আছেন। তাঁকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছি। যেটা বিজেপি করেছে। এর আগে কেউ করেনি। টিএমসি এবং মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তাঁকে বাংলা ছড়া করে আসামে পাঠিয়ে দিয়েছিলেন। বিজেপি তাঁকে দিল্লি পাঠিয়ে আজ সর্বভারতীয় নেতা বানিয়েছে।’
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
advertisement

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

আরও পড়ুনঃ ‘ওরা ঠুকঠাক করছে, এক ঘা দিলেই সিধে হয়ে যাবে’, কাদের উদ্দেশ্যে একথা বললেন দিলীপ ঘোষ!

প্রচারে বেরিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় আক্রান্ত হয়েছেন। তাঁর গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। সাংবাদিকরা এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, ‘এর আগেও একবার ডাক্তারবাবুকে বাঁশ দিয়ে মারধর করা হয়েছিল। এক সভাতে গিয়েছিলেন উনি। উনি ভদ্রলোক,  সৎজন লোক,  রাজবংশী সমাজের একটা মুখ। শিক্ষিত, সংস্কৃতবান এই ধরনের লোককে যদি এটা করে তাহলে পশ্চিম বাংলার রাজনীতি কোথায় পৌঁছেছে দেখতে হবে। পুরো গুন্ডা সমাজবিরোধীদের হাতে চলে গেছে। কালকে আমাদের এখানে আমাদের কর্মীরা বৈঠক করতে গিয়েছিলেন। বাঘাড় বলে একটি গ্রামে রাত্রে ফেরার সময় ওখানকার পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী আমাদের তিনজন কর্মীকে আটকে মেরে হাসপাতালে পাঠিয়েছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশকে বলেছি, প্রশাসনকে বলেছি। যদি ওরা  হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায় ভারতীয় জনতা পার্টি পুরো প্রস্তুত আছে। দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে। জানা আছে কাকে কীভাবে শায়েস্তা করতে হয়।’ এদিন বর্ধমানের ভাতার বিধানসভা এলাকায় জনসংযোগ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একাধিক মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন ও পুজো দেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: 'বিজেপি কী করেছে তা ভালভাবেই জানে রাজবংশীরা', কেন এ কথা বললেন দিলীপ ঘোষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল