Lok Sabha Election 2023: 'ওরা ঠুকঠাক করছে, এক ঘা দিলেই সিধে হয়ে যাবে', কাদের উদ্দেশ্যে একথা বললেন দিলীপ ঘোষ!

Last Updated:

Lok Sabha Election 2023: তিনি নাকি দাদাগিরি শুরুই করেননি। বিপক্ষকে শায়েস্তা করতে এক ঘা ই যথেষ্ট।  বর্ধমানে বললেন দিলীপ ঘোষ।

 দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
বর্ধমান: তিনি নাকি দাদাগিরি শুরুই করেননি। বিপক্ষকে শায়েস্তা করতে এক ঘা ই যথেষ্ট।  বর্ধমানে বললেন দিলীপ ঘোষ। তিনি বললেন, ‘দাদাগিরি এখনও শুরুই করিনি। ওরা ঠুকঠাক করছে, যেদিন একটা ঘা মারব সব সিধে হয়ে যাবে। যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায় ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আছে। দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে জানা আছে কাকে কীভাবে শায়েস্তা করতে হয়। যখন সভা করব, ওরা দম নিতে পারবে না।’
আরও পড়ুনঃ আর হাতে ২ঘণ্টা! ঝড়বৃষ্টিতে ভিজবে দক্ষিণের দুই জেলা! নিমেষে বদলে যাবে আবহাওয়া!
ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন। তিনি ছেঁড়া কাঁথায় রিপু দেওয়ার কাজ করছেন। এদিকে গেলে ওদিক ফেটে যাচ্ছে। ওদিকে গেলে এদিক ফেটে যাচ্ছে। যখন জঙ্গলমহলে আসেন তখন উত্তরবঙ্গে গন্ডগোল বেঁধে যায়। উত্তর বাংলায় গেলে রাঢ় বাংলায় গন্ডগোল হয়। এখন মহা মুশকিলে পড়েছেন উনি।’
advertisement
advertisement
এর মাঝে নিজের নির্বাচনী ক্ষেত্র ছেড়ে আন্দামানে প্রচারে যাচ্ছেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মেনেই আন্দামানে যাচ্ছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘আন্দামান আমার পুরনো জায়গা। সাড়ে আট বছর ওখানে ছিলাম। কাজ করেছি বিভিন্ন সংগঠনের। ইলেকশন হলে এখনকার কর্মীরা বলে দাদা আসুন আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে ঠিক করেছে আমি একদিনের জন্য আন্দামান যাচ্ছি।’
advertisement
আন্দামান যাচ্ছেন, নিজের প্রচারে কোন ঘাটতি হবে না? উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘আমাকে পশ্চিমবঙ্গের নতুন করে প্রচার করতে হবে না। আমি বর্ধমানের মানুষের সঙ্গে দেখা করছি, গ্রামে গঞ্জে ঘুরছি। কোন প্রার্থী ভারতবর্ষের সকল ৬ টায় রাস্তায় নেমেছে?  ১১ টার আগে তো ঘুমই ভাঙে না নেতাদের। দিলীপ ঘোষ এটা আজ নয়, সারা জীবন, সারা বছর করে। এখানেও তাই এসেছি। গ্রামেগঞ্জে এখানে ২০০-৩০০ লোক এসে গেছে। আমি সর্বভারতীয় দায়িত্ব ছিলাম , পার্টি আমাকে সর্বভারতীয় কাজে লাগিয়েছে। তাই আন্দামানে পাঠাচ্ছেন প্রচারের জন্য।
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Election 2023: 'ওরা ঠুকঠাক করছে, এক ঘা দিলেই সিধে হয়ে যাবে', কাদের উদ্দেশ্যে একথা বললেন দিলীপ ঘোষ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement