TRENDING:

East Medinipur News: লোক আদালতে বিচারকের ভূমিকায় রূপান্তরকামী মহিলা! মামলা উঠল ২১ হাজার

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার লোক আদালতের এবার বিশেষ দিক হল সহকারী বিচারকের আসনে একজন রূপান্তরকারী মহিলার পাশাপাশি একজন প্রায় ৮০ শতাংশ দৈহিক প্রতিবন্ধী রয়েছেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক:  ৯ ডিসেম্বর শনিবার বছরের শেষ জাতীয় লোক আদালত। আর বছরে শেষ লোক আদালতে মানুষের ভিড়, উৎসবের মেজাজ তমলুক আদালতে। ফৌজদারী থেকে ট্রাফিক আইন একদিনে আদালতে উঠল ২১ হাজারেরও বেশি মামলা।
advertisement

ফৌজদারি, মানি লন্ডারিং, ট্রাফিক আইন ভাঙা ও বিদ্যুৎ বিল বকেয়ার মামলা-সহ একদিনে ২১ হাজারেরও বেশি মামলা আদালতে উঠল পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলার লোক আদালতের এবার বিশেষ দিক হল সহকারী বিচারকেরআসনে একজন রূপান্তরকারী মহিলার পাশাপাশি একজন প্রায় ৮০ শতাংশ দৈহিক প্রতিবন্ধী ছিলেন।

জাতীয় লোক আদালতের মাধ্যমে এই মামলা গুলির নিষ্পত্তির জন্য শুনানি শুরু হয় ৯ ডিসেম্বর শনিবার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিবছর চারটি লোক আদালত বসে দেশজুড়ে। আর এদিন বছরের শেষ জাতীয় লোক আদালত শুরু হয়েছে।

advertisement

এদিন পূর্ব মেদিনীপুর জেলায় জেলা আদালতের পাশাপাশি কাঁথি ও হলদিয়া মহকুমা আদালতেও জাতীয় লোক আদালত বসে। জাতীয় লোক আদালতে পূর্ব মেদিনীপুর জেলায় মোট ২৭ টি বেঞ্চ গঠন করা হয়। এই বেঞ্চগুলিতে মোট ২১ হাজার ৩০০ টি মামলা নিষ্পত্তির জন্য রাখা হয়।

View More

আরও পড়ুন: ফুলের শহরে এবার রাত্রিবাসের সুযোগ, সরকারি উদ্যোগে হোম-স্টে চালু

advertisement

তমলুক জেলা সদর আদালতে মোট ১১ টি বেঞ্চ গঠন করা হয়। যার মধ্যে ৩ টি শুধুমাত্র ট্রাফিক আইনভঙ্গ মামলার জন্য রাখা হয়। সব মিলিয়ে এই ১১ টি বেঞ্চে নিষ্পত্তির জন্য মোট ১১ হাজার ৩০০ টি মামলার শুনানি শুরু হয়। জাতীয় লোক আদালতের বিভিন্ন বেঞ্চের মামলার শুনানি শুরু হওয়ার পর। বিভিন্ন বেঞ্চ পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত এবং পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা।

advertisement

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পাশাপাশি হলদিয়া ও কাঁথি মহাকুমা আদালতে জাতীয় লোক আদালত বসে। হলদিয়া মহকুমা আদালতে মামলার পরিমাণ ২ হাজার ৮১২ টি। অন্যদিকে কাঁথি মহাকুমা আদালতে নিষ্পত্তির জন্য ৪ হাজার ৬২১ টি মামলাকে বেছে নেওয়া হয়। মোটর ভেহিকেলস অ্যাক্সিডেন্ট ক্লেম মামলা চেক বাউন্স হওয়ার মামলা ব্যাংক ঋণ সংক্রান্ত মামলা-সহ বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য জাতীয় লোক আদালতের বেঞ্চগুলি গঠন করা হয়।

advertisement

বছরের শেষ জাতীয় লোক আদালত নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলা ও দায়রা বিচারক জানান, ‘৯ ডিসেম্বর বছরের শেষ জাতীয় লোক আদালত বসেছে। জেলায় মোট ২৭ টি বেঞ্চ করা হয়। মানুষজন উৎসাহের সঙ্গে জাতীয় লোক আদালতে এসে মামলার দ্রুত নিষ্পত্তি করেন। এবারের লোক আদালতের বিশেষ বৈশিষ্ট্য হল রূপান্তরকারী এক মহিলা ও একজন দৈহিক প্রতিবন্ধী সহকারী বিচারকেরভূমিকাপালন করেছেন। প্রসঙ্গত দেশজুড়ে আদালতে আদালতে মামলার পরিমাণ কমানোর জন্য এই জাতীয় লোক আদালত বছরের নির্দিষ্ট দিনে চারবার আয়োজিত হয়। এদিন ছিল ২০২৩ সালের শেষ জাতীয় লোক আদালত।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: লোক আদালতে বিচারকের ভূমিকায় রূপান্তরকামী মহিলা! মামলা উঠল ২১ হাজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল