সেই লড়াইয়ের আঁচ এখন হুগলি ছেড়ে টলিপাড়ার নেট দুনিয়াতে। ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পরেই দুই অভিনেত্রীর লড়াই তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি সিনেমার কিছু ক্লিপিংস। স্বপন সাহার নির্দেশনায় ২০০৪ সালের সিনেমা ২০২৪-এ লোকসভা নির্বাচনের ময়দানে চর্চিত বিষয় হয়ে দাঁড়াবে, তা হয়তো নিজেও জানতেন না নির্দেশক মহাশয়।
আরও পড়ুন: ‘কাল আঘাত পেয়েছি’, তাহলে কি বিজেপিতে যাচ্ছেন অর্জুন সিং? স্পষ্ট করে দিলেন সব
advertisement
সিনেমার নাম ত্যাগ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় অভিনীত এই সিনেমা লকেট-রচনার মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভোটের ময়দানে লকেট ও রচনা দুই জনের কেউই জায়গা এক ইঞ্চি জায়গা ছাড়ছেন না।
আরও পড়ুন: বলুন তো, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি? নামটা শুনেই গর্ব হবে, কিন্তু উত্তরটা জানেন কি?
ইতিমধ্যেই দুই দলের তরফ থেকে শুরু হয়ে গেছে দুই প্রতিদ্বন্দ্বীর নামে দেওয়াল লিখন। সিনেমায় দুই অভিনেত্রীর মধ্যে ত্যাগের মনোভাব থাকলেও নির্বাচনের ময়দানে কেউ মাটি ত্যাগ করবেন না, সেই নিয়ে বদ্ধপরিকর দুই রাজনৈতিক দল।
—- রাহী হালদার