TRENDING:

Burdwan News: 'কোথায় যাচ্ছে মিড ডে মিলের এত টাকা?', কেন্দ্রীয় দল নিয়ে যা বললেন লকেট চট্টোপাধ্যায়

Last Updated:

রবিবার বর্ধমানে বিজেপি কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন এই বিজেপি নেত্রী। সেখানেই বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন লকেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: মিড ডে মিলে উন্নতমানের রান্না করা খাবার দেওয়ার কথা ছাত্রছাত্রীদের। কিন্তু তার পরিবর্তে পড়ুয়াদের জন্য মিড ডে মিলের বরাদ্দ টাকাও চুরি হয়ে যাচ্ছে। এই কারণেই রাজ্যে পর্যবেক্ষণে আসছে কেন্দ্রীয় দল। রবিবার বর্ধমানে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
advertisement

আরও পড়ুন: পর পর দু'রাউন্ড গুলি, বুকে হাত দিয়ে গাড়িতে লুটিয়ে পড়লেন মন্ত্রী, প্রকাশ্যে ভিডিও

রবিবার বর্ধমানে বিজেপি কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন এই বিজেপি নেত্রী। সেখানেই বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন লকেট।

মিড ডে মিল কেমন চলছে, তা দেখার জন্য রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মিড ডে মিলের খাবারে যেমন টিকটিকি পাওয়া যাচ্ছে, তেমনই মিড ডে মিল-এর টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন বিরোধীরা। এই সবের মধ্যে কোন বিষয় বেশি গুরুত্ব পাবে কেন্দ্রীয় দলের কাছে? এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "মিড ডে মিলের জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে টাকা পাঠায় এবং প্রত্যেকটি সরকারি স্কুলে বাচ্চারা যাতে প্রোটিন যুক্ত, কার্বোহাইড্রেট যুক্ত, পুষ্টি যুক্ত খাবার পায় সেটা সম্পূর্ণভাবে নজর দেওয়া হয়। তার বদলে দেখা যাচ্ছে, কোনও জায়গায় ফ্যান ভাত দেওয়া হচ্ছে। কোনও কোনও জায়গায় ডিমও দেওয়া হয় না। কোনও কোনও জায়গায় বাচ্চাদের একটা ফল পর্যন্ত দিতে পারে না। এত টাকা কোথায় যায়?" প্রশ্ন তোলেন বিজেপি নেত্রী।

advertisement

আরও পড়ুন: তৈরি হচ্ছে জোড়া মঞ্চ, বর্ধমানে মুখ্যমন্ত্রী সভায় লক্ষাধিক জনসমাগমের 'টার্গেট'

এরপরেই লকেটের মন্তব্য, "প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে অপরিষ্কারভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। সেখানে কোথাও সাপ পাওয়া যাচ্ছে , কোথাও টিকটিকি পাওয়া যাচ্ছে, কোথাও ইঁদুর পাওয়া যাচ্ছে। বাচ্চার প্রাণের কোন দাম নেই?"

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

বিজেপি নেত্রীর অভিযোগ, এই টাকা নিজেদের পকেটে ঢোকায় তৃণমূল। তাঁর মতে, অনেক আগেই মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণে আসা উচিত ছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan News: 'কোথায় যাচ্ছে মিড ডে মিলের এত টাকা?', কেন্দ্রীয় দল নিয়ে যা বললেন লকেট চট্টোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল