আসানসোলের কুলটিতে ছট পুজোয় 'বিহারীবাবু কোথায়' বলে পোস্টার পড়েছে। এ ব্যাপারে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, 'বিহারীবাবু বাহার থেকে এসেছেন। বাহার থেকে বাহার কা বেটা এসে বিহারীবাবু হয়ে লোকসভায় জিতলেন। আজকে ছট পুজোয় আসানসোলে সেখানকার সেই সাংসদ কোথায়?'
আরও পড়ুন : রাজ্য জুড়ে স্কুলে স্কুলে এবার 'শিশু সংসদ'! আট দফা গাইডলাইন জারি স্কুল শিক্ষা দফতরের...
advertisement
লকেট বলেন,'পরিষ্কার বলে যাচ্ছি এখানে তারাই মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছেন। যেমন বাংলার মেয়েকে চাই বলে মিথ্যাভাবে ভোট নিয়েছিল। বিহারীবাবু এসে আসানসোলের মায়েদের কাছ থেকে তেমনই মিথ্যাভাবে ভোট নিয়ে গিয়েছে। আজ সেই তাঁদের উৎসবের সময় তার দেখা নেই। এখানে যখন সবাই ছট পুজো করছে তখন ওনাকে দেখবেন কোনও ফাইভ স্টার হোটেলে উনি বসে আছেন বা কোথাও বেড়াতে গিয়েছেন, ঘুরছেন।'
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিপিএম গ্রাম দিয়ে শহর ঘেরার কর্মসূচি নিয়েছে। এ প্রসঙ্গে লকেট বলেন,বিজেপি সব সময় গ্রামে গ্রামে থাকে, গ্রামের মহিলাদের সঙ্গেই থাকে। গ্রামের রান্নাঘরে, গ্রামের কৃষকদের সঙ্গে থাকে তারা। গ্রাম আমাদের সঙ্গে সব সময় আন্তরিকভাবে জড়িয়ে আছে। আলাদা করে আমাদের গ্রামে যেতে হয় না। যারা এতদিন ধরে শহুরে মনোভাব দেখিয়েছে, যারা শীত ঘুমে ছিল তাদের হঠাৎ করে মনে হয়েছে পঞ্চায়েত ভোট এসেছে গ্রামে চলো।
লকেট চট্টোপাধ্যায় আরও বলেন, "সিপিএমকে কেউ কোনভাবেই নেয়নি। সিপিএম যেরকম ভাবে শীতঘুমে চলে গিয়েছিল, আবার তারা সেই শীত ঘুমে যাবে। পুরোপুরিভাবে সিপিএম এবং তৃণমূলের চক্রান্ত করছে কী ভাবে বিজেপিকে আটকানো যায়। তাই একজন বলছে গ্রামে চলো, আবার একজন বলছেন গ্রাম দিয়ে শহরকে ঘেরো।বাংলার মহিলারা অন্যায়কে ঘিরে ফেলতে চায়। আমাদের কর্মসূচি, বাংলায় যত দুর্নীতি আছে, অন্যায় আছে বাংলার মানুষেরা বাংলার মহিলারা সেই অন্যায়কে ঘিরে ফেলবে।