অভিযোগ নিম্নমানের জমাট বাধা সিমেন্ট, নিম্নমানের পাথর, বালি দিয়ে বিল্ডিং এর কলম তৈরি করা হয়। ব্যবহার করা লোহার রডও ভাল মানের নয়। এরপরই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়া ওই আইসিডিএস সেন্টারের একটি ভিডিও ভাইরাল হয় এলাকায়। যেখানে দেখা যায় সিমেন্টের চাঙর খসে পড়ছে। ফলে এই ভবন নির্মাণ হলে ভবিষ্যতে যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে সেই প্রশ্ন তুলেই নির্মাণ কাজ বন্ধ করে দেন এলাকার সচেতন মানুষজন।
advertisement
আরও পড়ুনঃ KKR News: স্টার্কের বিদায় পাকা! সাড়ে ছয় ফুটের ভয়ঙ্কর বিদেশী পেসারকে নেবে কেকেআর! বড় আপডেট
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে ভবনটির টেন্ডার হয়। প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে অঙ্গনওয়াড়ি ভবনটি নির্মাণের জন্য ধার্য করা হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই খুব সৃষ্টি হয়েছে ওই এলাকায়। গোটা বিষয়টি জানিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপিও দেন এলাকার মানুষজন। এখন দেখার স্থানীয়দের দাবি মেনে এই আইসিডিএস ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রীর বদল হয় কিনা।
Rudra Narayan Roy