TRENDING:

West Burdwan News : অন্য গঠনশৈলীর জলাধার, সাজিয়ে তোলা হোক পর্যটকদের জন্য! দাবি রনডিহাবাসীর

Last Updated:

জলাধার সংলগ্ন এলাকা সবুজে মোড়া। প্রাকৃতিক সৌন্দর্য এখানে নজরকাড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : দামোদরের উপর তৈরি মাইথন জলাধার পর্যটকদের কাছে যতটা জনপ্রিয়, এই জলাধারের পরিচিতি পর্যটকদের কাছে ততটা নেই। অথচ প্রাকৃতিক সৌন্দর্যের দিকে কিছু কম যায়না জায়গাটি। জলধারটির নির্মাণশৈলীও আলাদা। পিকনিকের মরশুমে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায়। তবে বাকি সময় সেই অর্থে দেখা পাওয়া যায় না তাদের।
advertisement

কিন্তু এলাকাটি সাজিয়ে তুললে পর্যটকদের কাছে ঘুরতে যাওয়ার নতুন জায়গা তৈরি হবে। রনডিহা ব্যারেজ দামোদর ব্যারেজের পরে তৈরি আরও একটি জলাধার। বন্যা পরিস্থিতি রোধ করতে এবং দামোদরকে নিয়ন্ত্রণে রাখতে এই জলাধারটি তৈরি করা হয়েছিল। জলাধার সংলগ্ন এলাকা সবুজে মোড়া। প্রাকৃতিক সৌন্দর্য এখানে নজরকাড়া। কিন্তু পর্যটকদের জন্য এখানে তেমন সুযোগ সুবিধা নেই। ফলে পর্যটকদের আনাগোনা কম। যদিও এলাকাটি সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি এখনও।

advertisement

আরও পড়ুন : বন্যা প্রতিরোধের জলাধারই ভাসিয়ে দিচ্ছে! জমিজটই কি দুঃখের কারণ দামোদরের?

স্থানীয়রা বলছেন, মাইথন জলাধারের প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে। একইসঙ্গে পর্যটকদের জন্য নানান সুযোগ সুবিধা রয়েছে। জলাধার সংলগ্ন এলাকা সুসজ্জিত। তাই জায়গাটি পর্যটকদের বারবার কাছে টানে। তেমনভাবে যদি রনডিহা ব্যারেজ সাজিয়ে তোলা হয়, তাহলে অচিরেই তা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। যার ফলে পর্যটকরা ঘুরতে যাওয়ার জন্য নতুন জায়গা পাবেন। কলকাতা থেকে খুব সহজে একদিনে এই জায়গা থেকে ঘুরে যাওয়া যাবে।

advertisement

View More

আরও পড়ুন : রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন সকলে! হঠাৎ করে বিকট শব্দে ঘুম ভাঙল, তারপর যা দেখলেন…

তারা বলছেন, ব্যারেজ সংলগ্ন এলাকা সাজিয়ে তোলার পরিকল্পনা প্রশাসন নিয়েছে। যদি সেই পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হয়, তাহলে শুধু পর্যটকরা উপকৃত হবেন, এমনটা নয়। উপকৃত হবেন স্থানীয়রাও। এলাকায় পর্যটকদের আনাগোনা বাড়লে এলাকার আর্থ সামাজিক উন্নতি হবে। তাছাড়াও সরকারও লাভবান হবে। তাই যদি প্রশাসন এলাকাটি সাজিয়ে তোলার উদ্যোগ নেয়, তাহলে তা সকলের জন্যই মঙ্গলকর হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Burdwan News : অন্য গঠনশৈলীর জলাধার, সাজিয়ে তোলা হোক পর্যটকদের জন্য! দাবি রনডিহাবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল