TRENDING:

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু ২ অন্তঃসত্ত্বা-সহ ৫টি হাতির, যজ্ঞ-ব্রাহ্মণভোজন করে চলছে শ্রাদ্ধ

Last Updated:

মৃত হাতিদের উদ্দ্যেশে স্মরণসভা চলছে । মন্ত্র পাঠ করে রীতি মেনে পালিত হচ্ছে শ্রাদ্ধশান্তি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিনপুর: বিশাল এলাকা জুড়ে চলছে পুজাপাঠ, যঞ্জ। পুরষ-মহিলারা ঘিরে বসে আছেন। সকাল সাতটা থেকে শুরু হয়েছে নির্দিষ্ট নিয়ম মেনে পুজা। বেলা ১২টা থেকে একদিকে চলছে কৃষ্ণপাঠ। বেলা ১টা থেকে ব্রাহ্মণ ভোজন। ব্রাহ্মণের সংখ্যাটা কম নয়। আশপাশের প্রায় তিনটে গ্রামের মানুষ নিমন্ত্রিত।
advertisement

বিশাল আয়োজন হবেনাই বা কেন। একসঙ্গে পাঁচ, পাঁচটি হাতির মৃত্যু হয়েছিল।

গত ১০ জুলাই বনদফতর হাতি তাড়িয়ে ঝাড়খন্ডের দিকে নিয়ে যাওয়ার সময়, পথে বিনপুরের কাঁকো অঞ্চলের কাছে সাতবাঁকি গ্রামের ধান জমিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় ২টি মহিলা ও ১টি পুরুষ হাতি। পড়ে ময়নাতদন্তে জানা যায় দু’টি মহিলা হাতিই অন্তঃসত্ত্বা ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। গ্রামবাসীরা ঠিক করেন যাতে এরকম ঘটনা আর না ঘটে এবং হাতিঠাকুর যাতে ক্ষেপে না যায় তার জন্য হাতিদের শ্রাদ্ধ করা হবে। সেই মতো মৃত হাতিদের উদ্দ্যেশে স্মরণসভা চলছে । মন্ত্র পাঠ করে রীতি মেনে পালিত হচ্ছে শ্রাদ্ধশান্তি ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু ২ অন্তঃসত্ত্বা-সহ ৫টি হাতির, যজ্ঞ-ব্রাহ্মণভোজন করে চলছে শ্রাদ্ধ