সাধারণত রাখি পূর্ণিমার কয়েকদিন আগে থেকেই বাজার থেকে নানা রকমের রাখি কেনা হয়। কিন্তু গত চার-পাঁচ বছর ধরে রাজপুর-সোনারপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে অন্য ছবি। এখন একমাস আগে থেকেই ওয়ার্ডের মেয়েরা শুরু করে দেন রাখি তৈরির কাজ।
আরও পড়ুনঃ নামমাত্র খরচ, নোনা মাটিতেও ফলবে ফসল! ‘এই’ পদ্ধতিতে চাষ করে হতে পারে বিপুল লক্ষ্মীলাভ
advertisement
বড়বাজার থেকে কিনে আনা হয় প্রয়োজনীয় জিনিস, সেগুলি একত্রিত করে এলাকার মেয়েরাই বানিয়ে ফেলেন রবেরঙের নানা রাখি। কেবলমাত্র অর্থ সাশ্রয়ের জন্য নয়, বরং এই কর্মসূচির মাধ্যমে ওয়ার্ডের মেয়েরা নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশের একটি মঞ্চও পাচ্ছেন। সেই সঙ্গেই অন্যের মঙ্গল কামনায় নিজের হাতে বানানো রাখি পরিয়ে দেওয়ার আবেগকেও যেন উস্কে দেয় এই উদ্যোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উৎসবে প্রত্যেক বছর উপস্থিত থাকেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। তাঁর উপস্থিতিতে রাখি বন্ধনের এই মধুর উৎসব হয়ে ওঠে আরও প্রাণবন্ত। সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর রাখি পূর্ণিমা হয়ে ওঠে একটি সামাজিক উদ্যোগ, একাত্মতা, সৌভ্রাতৃত্ব ও নারীদের স্বাবলম্বী হয়ে ওঠার এক প্রতীক।