TRENDING:

Trains cancelled in Burdwan: টানা ৫ দিন একাধিক ট্রেন বাতিল, হাওড়া-ব্যান্ডেল থেকে বর্ধমানের যাত্রীদের দুর্ভোগ

Last Updated:

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশন লাগোয়া পুরনো ওভারব্রিজ ভাঙার জন্য ৫ ফেব্রুয়ারি রবিবার থেকে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ট্রেনের নিয়ন্ত্রণ-সহ ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: রেলযাত্রীদের ভোগান্তি আরও বাড়ল। বর্ধমান স্টেশনের কাছে রোড ওভার ব্রিজ ভেঙে ফেলার জন্য ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান স্টেশন থেকে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণের কথা আগেই ঘোষণা করেছিল রেল। ফের বিজ্ঞপ্তি জারি করে রেল সেই সময়সীমা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিল। এর ফলে যাত্রীদের রেল পথে যাতায়াতের ক্ষেত্রে হয়রানি আরও কিছুদিন বাড়ল বলেই মনে করছেন সকলে।
ট্রেন বাতিল
ট্রেন বাতিল
advertisement

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশন লাগোয়া পুরনো ওভারব্রিজ ভাঙার জন্য ৫ ফেব্রুয়ারি রবিবার থেকে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ট্রেনের নিয়ন্ত্রণ-সহ ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। যার ফলস্বরূপ ৫ ফেব্রুয়ারি রবিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া ও বর্ধমান এবং ব্যান্ডেল ও বর্ধমানের মধ্যে, সমস্ত এমইএমইউ বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে এবং সমস্ত লোকাল প্যাসেঞ্জার ট্রেন বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে বাতিল থাকবে৷

advertisement

আরও পড়ুন: রাতে হঠাৎ স্তব্ধ ট্রেন চলাচল, কেন সব ট্রেন ঘণ্টাখানেক প্লাটফর্মে দাঁড়িয়ে থাকল!

৬ ফেব্রুয়ারি সোমবার হাওড়া-বর্ধমান ইএমইউ লোকালের ৬ জোড়া কর্ড লাইনে এবং ৫ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল মেইন লাইনে বাতিল থাকবে৷ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ৮ ফেব্রুয়ারি বুধবার ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল কর্ড লাইনে, ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল মেইন লাইনে এবং একটি ব্যান্ডেল-বর্ধমান লোকাল বাতিল থাকবে৷

advertisement

আরও পড়ুন: কলেজ পড়ুয়ার চমক! নিজের হাতেই বানালেন ব্যাটারিচালিত সাইকেল

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডেল-বর্ধমানের মধ্যে রাত বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বাতিল থাকবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এগুলি ছাড়াও ৪৯টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল বা তাদের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। রেলের বক্তব্যের ফলে যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হবে ঠিকই কিন্তু এই কাজ জরুরি হয়ে পড়েছিল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে যাত্রীরা সহযোগিতায করবেন বলে আশা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Trains cancelled in Burdwan: টানা ৫ দিন একাধিক ট্রেন বাতিল, হাওড়া-ব্যান্ডেল থেকে বর্ধমানের যাত্রীদের দুর্ভোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল