মঙ্গলবার সকাল সকাল এই দুর্ঘটনার ফলে হাওড়া মেইন লাইনে ট্রেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান রেলের পদস্থ কর্তারা। পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। ট্রেনটিকে লাইনে তোলার কাজ শুরু হয়। তবে ট্রেনের গতিবেগ যেহেতু কম ছিল এবং ট্রেনটি খালি থাকাতেই বড় ধরনের অঘটন এড়ানো গিয়েছে বলে মত রেল আধিকারিকদের।
advertisement
আরও পড়ুনঃ আজ থেকে আরও খারাপ পরিস্থিতি! উত্তরের ৩ জেলায় ৭২ ঘণ্টায় তোলপাড় ঝড়বৃষ্টি, আলিপুরের নয়া আপডেট
রেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে শেওড়াফুলি থেকে একটি খালি ট্রেন লিলুয়া স্টেশনে ছেড়ে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময়ই বিপত্তি ঘটে। লিলুয়া স্টেশন থেকে বেরনোর সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একটি কামরা। মোট চারটি কামরা লাইনচ্যুত হয় বলে সূত্রের খবর। ট্রেন একেবারে ফাঁকা থাকায় কেউ আহত হননি। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। লাইনচ্যুত হওয়া ট্রেনের কামরাটিকে লাইনে তুলে বসানোর কাজ শুরু হয়েছে। শুরু হয়েছে স্বাভাবিক ট্রেন চলাচল। কী করে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।






