আরও পড়ুন: এক সময় অনেকের প্রাণ বাঁচিয়েছে, সেই গাড়ি আজ ডাস্টবিন!
দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার খাটসাড়া গ্রামে এই পান্তা খাওয়া প্রতিযোগিতা হয় বলে জানা গিয়েছে। অনেকেই এর কথা কখনও শোনেননি। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন আয়োজকরা।
advertisement
মূলত এই পান্তা খাওয়া প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেন তাঁর জন্য থাকে বিশেষ পুরস্কার। খেলার নিয়মাবলি হল- প্রত্যেক অংশগ্রহণকারীকে তাঁদের নিজেদের বাড়ি থেকে এক থালা পান্তা ভাত নিয়ে আসতে হয়। তারপর আয়োজকদের কথা অনুযায়ী একে একে সবাইকে বসতে হবে পাশাপাশি। এই খেলা শুধুমাত্র গ্রামের মহিলাদেরই জন্য, পুরুষরা এই খেলায় অংশগ্রহণ করতে পারেন না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3
প্রত্যেক প্রতিযোগীকে ওই পান্তা ভাত সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। খেলা শুরু হলে আয়োজকদের নির্ধারিত একটি সময়ের মধ্যে যে সবচেয়ে দ্রুত ওই পান্তা খাওয়া শেষ করতে পারবে তাকেই বিজয়ী বলে ঘোষণা করা হবে। এইভাবেই নির্ধারিতভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী। এই খেলাতে অংশগ্রহণ করে খুশি গ্রামের মহিলারা। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে এই ধরনের বেশ কিছু খেলা তাঁরা তুলে ধরবেন গ্রামের মানুষদের জন্য।
সুমন সাহা