TRENDING:

Local Sports: 'পান্তার লড়াই', এমন খেলা খেলেছেন কখনও? মজা করতে করতে এইভাবে খেলুন

Last Updated:

জয়নগর থানা এলাকার খাটসাড়া গ্রামে এই পান্তা খাওয়া প্রতিযোগিতা হয় বলে জানা গিয়েছে। অনেকেই এর কথা কখনও শোনেননি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বিভিন্ন পুজো বা সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রাম গঞ্জে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়। অসংখ্য ধরনের খেলা আছে যেগুলোর নামই হয়ত অনেকে জানেন না। তবে ‘পান্তা খাওয়া’ প্রতিযোগিতার কথা শুনেছেন কখন?
advertisement

আরও পড়ুন: এক সময় অনেকের প্রাণ বাঁচিয়েছে, সেই গাড়ি আজ ডাস্টবিন!

দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার খাটসাড়া গ্রামে এই পান্তা খাওয়া প্রতিযোগিতা হয় বলে জানা গিয়েছে। অনেকেই এর কথা কখনও শোনেননি। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন আয়োজকরা।

advertisement

মূলত এই পান্তা খাওয়া প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেন তাঁর জন্য থাকে বিশেষ পুরস্কার। খেলার নিয়মাবলি হল- প্রত্যেক অংশগ্রহণকারীকে তাঁদের নিজেদের বাড়ি থেকে এক থালা পান্তা ভাত নিয়ে আসতে হয়। তারপর আয়োজকদের কথা অনুযায়ী একে একে সবাইকে বসতে হবে পাশাপাশি। ‌ এই খেলা শুধুমাত্র গ্রামের মহিলাদেরই জন্য, পুরুষরা এই খেলায় অংশগ্রহণ করতে পারেন না।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3

প্রত্যেক প্রতিযোগীকে ওই পান্তা ভাত সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। খেলা শুরু হলে আয়োজকদের নির্ধারিত একটি সময়ের মধ্যে যে সবচেয়ে দ্রুত ওই পান্তা খাওয়া শেষ করতে পারবে তাকেই বিজয়ী বলে ঘোষণা করা হবে। এইভাবেই নির্ধারিতভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী। এই খেলাতে অংশগ্রহণ করে খুশি গ্রামের মহিলারা। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে এই ধরনের বেশ কিছু খেলা তাঁরা তুলে ধরবেন গ্রামের মানুষদের জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Sports: 'পান্তার লড়াই', এমন খেলা খেলেছেন কখনও? মজা করতে করতে এইভাবে খেলুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল