সরকারি ছুটি ঘোষণার পরেও কেন স্কুল খোলা হয়েছে, প্রথমদিকে এই নিয়ে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের বচসা বাধে। অভিভাবকেরা স্কুলে বিক্ষোভ পর্যন্ত দেখায়। যদিও শেষ পর্যন্ত অভিভাবকদের সেই দাবীকে অগ্রাহ্য করে স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ শিয়রে পঞ্চায়েত নির্বাচন, দিন ঘোষণার আগে শুরু ঘাসফুলের দেওয়াল লিখন
advertisement
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পীযুষকান্তি জানার দাবি, স্কুলের পাশে গ্রামে অনুষ্ঠানের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সোমবার থেকে স্কুলে পরীক্ষা নেওয়ার বিষয়টি আগাম নোটিশ দিয়ে জানানো হয়। আকস্মিক এই ছুটি ঘোষণার ফলে জটিলতা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ অক্ষয় তৃতীয়ার আগে বাড়ি থেকে 'এই' সব জিনিস সরাতেই হবে! নচেৎ রুষ্ট হবেন লক্ষ্মী, ঘটবে বিরাট অনর্থ
যেহেতু ছাত্র-ছাত্রীরা সবাই স্কুলে উপস্থিত হয়েছে তাই সোমবার স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে সরকারি নির্দেশিকা মেনে স্কুল ছুটি থাকবে।স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কথায় আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের স্কুল খোলা থাকবে এমনটাই নির্দেশ দিয়েছেন তাই আমারা এসেছি। পরে অভিভাবকরা স্কুলের গেটে তালা দিয়ে তারা শিক্ষকদের কাছে জানতে চান শিক্ষকদের কাছে অন্যান্য স্কুল বন্ধ থাকা সত্বেও এই স্কুল খোলা এই নিয় বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের আটক করেন।
পঙ্কজ দাশ রথী