আরও পড়ুন: জুডোয় জাপানের প্রতিযোগীকে হারিয়ে চমক হুগলির জিৎ-এর
পূর্ব বর্ধমানের এই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গত ১১ বছর ধরে তাঁদের এভাবেই বিদ্যুৎ সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকাল এবং গরমকালে চরম সমস্যায় ভুগতে হত। তবে অবশেষে ১১ বছর পর সেই সমস্যার সমাধান হতে চলেছে। ইতোমধ্যেই পূর্বস্থলী-২ ব্লকে গ্রামবাসীদের নিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিকাঠামোর মান উন্নয়নের কাজ শুরু হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই প্রসঙ্গে রাজ্য বিদ্যুৎ পর্ষদের কালনার ডিভিশনাল ম্যানেজার ওয়াসিম ফিরোজ বলেন, আরডিএসএস প্রজেক্টৈর অধীনে এলটিএবি কেবেলিংয়ের কাজ শুরু হয়েছে। এই গ্রামগুলিতে ভৌগলিক কারণে প্রচুর গাছ আছে। ফলে ঝড়-জল হলেই তার ছিঁড়ে যাওয়ার সম্ভবনা থাকে। এতে বিপদের সম্ভাবনাও ছিল । তাই সুরক্ষার দিক থেকে যখন এলটিএবি কেবল কনভার্সন হয়ে যাবে বিপদের হাত থেকে গ্রামবাসীরা সম্পূর্ণ রূপে সুরাহা পাবেন। এছাড়াও সিঙ্গেল ফেজের লাইন থ্রি ফেজ করে দেওয়া হবে। এতে গ্রামবাসীরা আরও ভাল বিদ্যুৎ পরিষেবা পাবেন ।
বনোয়ারীলাল চৌধুরী